সাম্প্রতিক খবর

অক্টোবর ২০, ২০১৯

নির্মাণসামগ্রী তৈরি হবে রাজ্যেই: অমিত মিত্র

নির্মাণসামগ্রী তৈরি হবে রাজ্যেই: অমিত মিত্র

পশ্চিমবঙ্গে রিয়েল এস্টেট ক্ষেত্রে বৃদ্ধির হার সন্তোষজনক। সেই বৃদ্ধির হারকে আরও ত্বরাণ্বিত করতে রাজ্য সরকার নির্মাণ শিল্পের বিভিন্ন সামগ্রী ও যন্ত্র উৎপাদন করার জন্য পানাগড়ে একটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে।প্রস্তাব পেলে পানাগড়ে ১০০ একর জমি দিতেও প্রস্তুত রাজ্য সরকার। কলকাতায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই)–‌এর অনুষ্ঠানে একথা জানালেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

অর্থমন্ত্রীর দাবি, রাজ্যে নির্মাণকাজের জন্য উপযোগী সামগ্রীর মধ্যে ৩৫টিই তৈরি হচ্ছে। কিন্তু আমদানি করা হচ্ছে আরও ২৫টি জিনিস। উদাহরণ হিসাবে শৌচাগারের কমোড থেকে শুরু করে বিভিন্ন উপাদানের কথা উল্লেখ করেন। অর্থমন্ত্রীর বলেন এগুলি রাজ্যেই উৎপাদন সম্ভব।তিনি জানান, পানাগড়ে ইতিমধ্যেই রাজ্য সরকার শিল্পনগরী তৈরি করেছে। সেখানে শুরু হয়েছে সিমেন্ট তৈরি। এবার অন্যান্য সামগ্রীও তৈরি করতে হবে। সিআইআই–‌কেই তিনি এবিষয়ে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। বিল্ডিং তৈরির উপকরণ তৈরির জন্য সিআইআই পরিকল্পনা তৈরি করলে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম দ্রুত ১০০ একর জমি দিতে প্রস্তুত। শুধু তাই নয় প্রকল্প ভাল হলে আরও ১০০ একর জমির বন্দোবস্ত করা যাবে বলেও তিনি আশ্বাস দেন।

অর্থমন্ত্রীর মতে, বাইরে থেকে নির্মাণ সামগ্রী আনার বদলে নিজেরা তৈরি করলে বিনিয়োগ বাড়বে। তৈরি হবে কর্মসংস্থানও। গোটা দেশে আর্থিক মন্দার প্রকোপ পড়লেও বাংলায় কোনও প্রভাব নেই। এখানে বাড়ি বিক্রিও হচ্ছে ভালই। ৯০ শতাংশেরও বেশি শপিং মল নির্মাণের পর বিক্রি হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র ২.৭ শতাংশ। আর মাঝারি বা ছোট আবাসনের ক্ষেত্রে বিক্রি বেড়েছে। কম দামের আবাসনের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে।

সৌজন্যে: আজকাল