Latest News

February 9, 2017

Mamata Banerjee’s support inspires districts to take up development schemes

Mamata Banerjee’s support inspires districts to take up development schemes

Handing over a cheque worth Rs 15 lakh to Nadia district for the innovative idea of planting vetiver grass to stop soil erosion by the Chief Minister Mamata Banerjee at the two-day state Panchayat Conference has given a great boost to the districts to take up new schemes and complete them on time.

This is for the first time when the districts, gram panchayat and blocks that had performed well were awarded. The Bengal Chief Minister has asked Subrata Mukherjee, the minister for Panchayat and Rural Development department to hold such a conference every year.

Plantation of vetiver grass to stop soil erosion named Sabujayan project by Mamata Banerjee in an eye opener and has received global appreciation.

Two more districts and ten blocks have been awarded by the Chief Minister in different categories. Mamata Banerjee had said: “More innovative schemes should be implemented in the state and allotting fund for convergence through different state departments for overall development of the state through Mahatma Gandhi NREGA”.

Over 15,000 gathered to attend the conference including District Magistrates and Sabhadhipatis of the districts.

 

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জেলায় জেলায় উন্নয়নের ঢেউ

মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলায় জেলায় উন্নয়নের ঢেউ। ভুমিক্ষয় রোধ করতে নদীয়া জেলার উদ্যোগকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী; গত সপ্তাহে দুদিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনে নদীয়া জেলাকে পুরস্কৃত করেন তিনি। ভেটিভার ঘাস রোপণ করে ভুমিক্ষয় রোধ করতেই এই সাফল্য। এইরকম প্রয়াস এর আগে কখনও হয়নি।
এই প্রথম বার যে সকল গ্রাম পঞ্চায়েত, জেলা ও ব্লক ভাল কাজ করেছে, তারা পঞ্চায়েত সম্মেলনে মুখ্যমন্ত্রীর দ্বারা পুরস্কৃত হয়। মুখ্যমন্ত্রীর দেখানো পথে জেলাগুলি বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ তুলে নিয়েছে এবং সময়মত শেষও করছে। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত সম্মেলন প্রতি বছর আয়োজন করার।
ভেটিভার প্রজাতির ঘাস রোপণ করে ভুমিক্ষয় রোধ করার প্রকল্পের পোশাকি নাম সবুজায়ন। এই নামকরন করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প বিশ্বের দরবারেও আদৃত। নদীয়ার পাশাপাশি আরও দু’টি জেলা ও দশ’টি ব্লক পুরস্কৃত হয় বিভিন্ন বিভাগে। মুখ্যমন্ত্রী বলেছেন, আরও নিত্যনতুন উদ্যোগ নেওয়া উচিত যাতে করে এই রাজ্যের  উন্নতি হয় ও পাশাপাশি ১০০ দিনের কাজে নিযুক্ত মানুষরাও উপকৃত হন।
পঞ্চায়েত সম্মেলনে জেলাশাসক ও জেলা সভাপতি ছাড়াও প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।