Latest News

March 30, 2016

Mamata Banerjee addresses rallies in Bankura district, staged a roadshow in Kharagpur

Mamata Banerjee addresses rallies in Bankura district, staged a roadshow in Kharagpur

Taldangra and Raipur in Bankura distirct were the first two stops today for Trinamool Congress Chairperson Mamata Banerjee, in her campaign for the Assembly election. She addressed rallies at both the places. Next, she staged a roadshow in the industrial town of Kharagpur, in Paschim Medinipur district.

Yesterday, she had covered parts of Purulia (Para, Raghunathpur), and Bankura too (Ranibandh).

In her speeches, Mamata Banerjee highlighted the progress the region has made in healthcare, agriculture, industry, education, etc. She reiterated the fact that Trinamool Congress is the only party that works for the people. The party believes in communal harmony and secularism.

She also dismissed the CPI(M)-Congress alliance as a poorly conceived mishmash which people would reject.

Till today, she has addressed 25 rallies and staged 10 padayatra as part of her campaign.

 

Salient points of Mamata Banerjee’s speech in Taldangra

Trinamool Congress stands for struggle. We are a young party. We have a strong foundation.

For the progress and development of Bengal, cast your vote in favour of the ‘joraphool’ symbol. We have worked for the overall development of Jangalmahal. We do not consider political colours while working for the progress of the people. We have worked hard for the development of Bengal in the last four years.

25 lakh students in the State have received bicycles under the Sabuj Sathi Scheme; and 15 lakh more will get them soon. 33 lakh girls, who are our assets, have been registered under the Kanyashree Scheme. Kanyashree is not just Bengal’s pride; the entire world has praised the scheme. Beds and medicines have been made free at State Government hospitals in Bengal. We have set up houses for the poor people under the Gitanjali Scheme.

Our folk artistes did not get their due recognition in the past; now they are getting it.

We have conducted 105 CMO-to-BDO meetings in the districts in the last four years.

Bengal has turned around. We are number one in Kanyashree,  100 Days’ Work Scheme and skill development.

We have set up a new university in Bankura. A new agricultural university is coming up too. We are giving rice at Rs 2/kg to 8 crore people.

 

সিপিএম-কংগ্রেসের জোটকে বোল্ড আউট করবে মানুষ: বাঁকুড়ায় মমতা

আজ বাঁকুড়া জেলায় ২টি জায়গায় প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার তালড্যাংরা ও রায়পুরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি রোড-শো করার কথা তৃণমূল নেত্রীর।

গতকাল পুরুলিয়ার পারা ও রঘুনাথপুরে এবং বাঁকুড়ার রানিবাঁধে প্রচার করেন তৃণমূল নেত্রী।

স্বাস্থ্য, কৃষি, শিল্প , শিক্ষা সব ক্ষেত্রেই সমগ্র রাজ্যে অভূতপূর্ব উন্নয়ন  হয়েছে এবং এই কর্মসূচীকেই তিনি  তুলে ধরেন তিনি তার বক্তব্যে।  তিনি বলেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা সাধারণ মানুষের জন্য কাজ করে। তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রিতি ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে।

গতকাল পর্যন্ত তিনি ২৩টি জনসভা এবং ৮টি পদযাত্রা করেছেন।

 

বাঁকুড়ার তালড্যাংরায় জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

সি পি এম-এর সন্ত্রাস

তালড্যাংরা একসময় লাল সন্ত্রাসের আঁতুড়ঘর ছিল। যারা এতদিন তালড্যাংরায় সন্ত্রাস করেছে তারা আজ এখানে এসে ভোট চাইছে, কোন লজ্জা নেই তাদের। বাঁকুড়ায় কোনরকম সন্ত্রাস আমরা বরদাস্ত করব না। আমরা মানুষের সহযোগিতায় সফলভাবে সিপিএম-কে পরাজিত করেছিলাম।

মানুষের দলকে সি পি এম এখন বলছে চোরের দল। ওদের এত সম্পদ কোথা থেকে এল আমরা তদন্ত করব। নির্বাচন ঘোষণার পর আমার ৯ জন তৃণমূল কর্মী নিহত হয়েছেন। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব সি পি এম-কে। বাংলার মানুষ সি পি এম-কে বোল্ড-আউট করে দেবে।

সি পি এম আগে বন্দুকের জোরে যেসব গ্রাম দখল করত আজ সেখানে গিয়ে ভোট চাইতে তাদের এতটুকু লজ্জা করে না।

 

সি পি এম-কংগ্রেস জোট

বিজেপি এখন সিপিএম ও কংগ্রেসের দালাল। মানুষ সি পি এম-কংগ্রেসের এই ঘোঁটকে পরাজিত করবে।

কেরালায় কংগ্রেস এবং সি পি এম লড়াই করছে আর বাংলায় তারা গলা জড়াজড়ি করছে, কোনো নীতি নেই ওদের। বর্তমানে একটি মিডিয়া সি পি এম ও কংগ্রেসের পরামর্শদাতা, ওরা নির্লজ্জ।

 

বাঁকুড়ার উন্নয়ন

আমরা জঙ্গলমহলে সবরকম উন্নয়ন করেছি। কোনও রং দেখে আমি উন্নয়ন করি না। বাঁকুড়ায় আমরা একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ও তৈরি হচ্ছে।

আমরা রাজ্যের ৮ কোটি মানুষকে ২ টাকা দরে চাল দিচ্ছি। বাঁকুড়া জেলায় ১,১০০ কোটি টাকা ব্যয়ে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছি আমরা। ৩২,০০০ হেক্টর জমিতে আমরা একটি নতুন জলসেচ প্রকল্প ‘জল তীর্থ’ শুরু করেছি। সবুজ সাথী প্রকল্পে ২৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে। ৩৩ লক্ষ মেয়ে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে, তারা আমাদের সম্পদ।

বাংলার সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। গীতাঞ্জলি প্রকল্পে আমরা গরীব মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিয়েছি।

অতীতে আমাদের লোকশিল্পীরা তাদের প্রাপ্য মর্যাদা পেতেন না।

গত ৪ বছরে বাংলার উন্নয়নের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। গত ৪ বছরে সব জেলা মিলিয়ে প্রায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছি।

বাংলা আজ ঘুরে দাঁড়িয়েছে, বাংলা আজ কন্যাশ্রী, ১০০ দিনের কাজ ও স্কিল ডেভেলপমেন্টে এক নম্বরে।

বাংলার উন্নয়ন ও প্রগতির জন্য জোড়াফুলে ভোট দিন।

 

।। মায়েরা দেবে উলুধ্বনি, ভাইয়েরা দেবে তালি
সিপিএম-কংগ্রেস-বিজেপি হবে বাংলা থেকে খালি ।।