সাম্প্রতিক খবর

জুলাই ৩, ২০১৯

গৃহমন্ত্রককে ‘রিমাইন্ডার’ মুখ্যমন্ত্রীর

গৃহমন্ত্রককে ‘রিমাইন্ডার’ মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার বিষয়ে কেন্দ্রীয় অনুমোদন মেলেনি, বুধবার রাজ্যসভায় এই তথ্য সামনে আসতেই নাম বদল নিয়ে কেন্দ্রকে ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর চিঠি পৌঁছে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব জানিয়েই অমিত শাহর মন্ত্রকে ফের চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘বাংলা ও বাঙালীর আবেগের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে ‘বাংলা’ নামে অনুমোদন দেওয়া হোক’’। অন্যদিকে, রাজ্যের নাম বদলের ক্ষেত্রে এদিন যে সংবিধান সংশোধনের কথা বলেছে কেন্দ্র, সেই প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘এটা টেকনিক্যাল ব্যাপার, কেন্দ্রকেই করতে হবে’’।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ রাখার প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় প্রস্তাব পেশের পরই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘রাজ্যের আবেগ জড়িয়ে রয়েছে, দ্রুত অনুমোদিন দিন’’, রাজনাথকে এমনটাই সেসময় জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে রাজনাথ বলেছিলেন, ‘‘বিষয়টি দেখছি’’।

সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস