January 14, 2017
Mamata Banerjee urges jatra artistes to protest against demonetisation

Bengal Chief Minister Mamata Banerjee urged jatra artistes to come forward and protest against demonetisation while inaugurating Jatra Utsav in Barasat. “Jatra artistes are also suffering, they have lost their happiness. I urge everyone to come forward and protest”, she said.
“Our MPs staged protests in Delhi for three days against demonetisation. It is important that people get to work “, she said. She raised the question of why the Centre did not ban only Rs 1000 notes. “Why did they cause so much suffering to people?” she asked.
Mamata Banerjee asked the jatra artistes whether they are getting same number of bookings for shows as before post-demonetisation and the crowd, in a chorus, said, “No”.
She said, micro and small-scale artisans who showcase their products in fairs have also been affected as many programmes have been cancelled. Bookings of shows for jatra festivals have also been cancelled causing serious inconveniences to the people involved in this sector.
নোট বাতিলের বিরুদ্ধে যাত্রা শিল্পীদের প্রতিবাদ করার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারাসাতে যাত্রা উৎসবের উদ্বোধন করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিলের বিরুদ্ধে যাত্রা শিল্পীদের প্রতিবাদ করার আহ্বান জানালেন। “যাত্রা শিল্পীরাও নোট বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত। আমি সকলকেই আহ্বান জানাচ্ছি এই নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর”, তিনি বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সাংসদরা দিল্লীতে তিন দিন নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করেন। মানুষের জন্য কাজ করা খুব জরুরি।” তিনি প্রশ্ন তোলেন, কেন কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ১০০০ টাকার নোট বাতিল করল না, কেন তারা সমস্ত জনসাধারণকে এত কষ্টের মধ্যে ফেলল।
তিনি প্রশ্ন করেন, “যাত্রা শিল্পীরা কি নোট বাতিলের পর এখনও আগের মতই ডাক পাচ্ছেন?” উপস্থিত সকলে সমস্বরে জবাব দেয়, “না”।
মুখ্যমন্ত্রী বলেন, মাঝারি ও ক্ষুদ্র শিল্পীরা যারা বিভিন্ন মেলায় নিজেদের তৈরি জিনিসপত্র বিপনন করে থাকেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি যাত্রার অনেক অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ায় যাত্রা শিল্পীরাও চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।