জুন ১৩, ২০১৯
মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ ডাক্তারদের কাজে যোগদান করার আবেদন জানালেন

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়ে জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান করার আবেদন জানালেন।
তিনি বলেন দুপুর ২টোর মধ্যে সমস্ত ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, কারণ তাদের এই বিক্ষোভ কর্মসূচীতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন ঘটছে। তিনি অভিযোগ করেন বহিরাগতরাও এই বিক্ষোভে যুক্ত আছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে ডাক্তাররা কাজে যোগ দেবে না তাদেরকে হোস্টেল ছেড়ে দিতে হবে। তিনি বলেন “ওরা বহিরাগত। সরকার কোনওভাবেই ওদের সমর্থন করবে না। ডাক্তারদের ধর্না কর্মসূচীর নিন্দা করছি। অনেক পুলিশ কর্তব্যরত অবস্থায় মারা যায়, তারা ধর্না করে না”
তিনি বলেন “প্রত্যেক ডাক্তারদের পিছনে সরকার ২৫ লাখ টাকা খরচ করা হয়, এর পরেও তারা যদি কর্মবিরতি করে সেটাকে মেনে নেওয়া যায় না।” একই সঙ্গে তিনি এই ঘটনার পিছনে সাম্প্রদায়িক রং দেওয়ার জন্য বিজেপিকে তিরস্কার করেন।