অগাস্ট ১৪, ২০১৯
কন্যাশ্রী দিবসে ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজকের দিনটি রাজ্য সরকার কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী পালন করতে। এই বিশ্ববন্দিত প্রকল্পটির সূচনা হয় ২০১৩ সালের ১লা অক্টোবর।
এই প্রকল্পে এখনও পর্যন্ত ১৭৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫৮লক্ষ ছাত্রীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্যে ছটি। বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষায় উৎসাহ দেওয়া, নাবালিকা বিবাহ বন্ধ করা, স্কুলছুটের হার কমানো, বিয়ের বয়স বাড়িয়ে শিশুমৃত্যুর হার ও প্রসবকালীন মৃত্যুর হার কমানো, প্রথম শিশুর জন্মের সময় মায়ের বয়স বাড়ানো, শিশুকন্যাদের অপুষ্টি কমানো এবং নারীপাচার ও শোষণ রোধ করা।
এই প্রকল্পে ছাত্রীদের বৃত্তিমূলক প্রশিক্ষণও দেওয়া হয় যার মাধ্যমে পড়াশোনা শেষ হলে তাঁরা উচ্চশিক্ষায় আগ্রহী না হলে স্বনির্ভর হতে কোনও কাজ করতে পারে।
আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিভিন্ন ক্ষেত্রে কৃতী ছাত্রীদের হাতে পুরষ্কারও তুলে দেবেন তিনি।