Latest News

July 8, 2016

Mamata Banerjee spreads message of brotherhood and unity

Mamata Banerjee spreads message of brotherhood and unity

Chief Minister Mamata Banerjee wished the people a very happy and prosperous Eid after attending a programme at Red Road on Thursday.

She said: “I wish a happy and prosperous Eid to all peace loving people. The morning of Eid brings the day of happiness for all. I would like to wish happy Eid to the people all across the world.”

She maintained: “Bengal will show the way to peace. I pray for good health and prosperity of everyone.”Giving the message of brotherhood and unity, Banerjee said: “We all will stay together and spread the message of peace.”

 

ঐক্য ও শান্তির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বৃহস্পতিবার রেড রোডের মঞ্চ থেকে সকলকে খুশির ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বাংলার সম্প্রীতিকে কুর্নিশ জানালেন

তিনি বলেন, “আমি সকলকে খুশির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের এই সকাল সকলের জন্য খুশি নিয়ে আসুক”।

তিনি আরও বলেন “আগামী দিনে বাংলাই বিশ্বকে শান্তির পথ দেখাবে। সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন”। ঐক্য ও শান্তির বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সকলে একসঙ্গে থাকব এবং শান্তির বার্তা ছড়িয়ে দেব”।