Latest News

April 4, 2017

Mamata Banerjee says allegations of EVM tampering must be probed

Mamata Banerjee says allegations of EVM tampering must be probed

Bengal Chief Minister Mamata Banerjee on Monday demanded a probe into the alleged tampering of EVMs in the recently-concluded assembly elections.

“You can’t win elections every time by hijacking EVMs. I didn’t contest but had I done so, I would have counted from one to ten. Those who had contested the elections, should have demanded a probe,” she said.

“I think there should be a probe. Even the ones that were used in the polls, they should be subjected to a sample survey,” Mamata Banerjee said at a public rally in Kharagpur.

The Trinamool Congress Chairperson also slammed the central government’s decision to lower the interest rate in small savings scheme by 0.1 percent. “This is why chit funds flourish. There are no chit funds in our regime. One day CPI-M, Congress and BJP will have to answer for them,” she said.

 

ইভিএম কারচুপির অভিযোগের তদন্ত হোক, চান মুখ্যমন্ত্রী

সোমবার খড়্গপুরের এক জনসভায় ইভিএম কারচুপির অভিযোগের তদন্ত চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“ইভিএম কারচুপি করে সব সময় জিততে পারবে না বিজেপি। আমি (উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে) লড়িনি। যারা লড়েছে তাদের আগেই তদন্ত চাওয়া উচিত ছিল,” তিনি বলেন।

“আমার মনে হয় তদন্ত হয় উচিত,” বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন, স্বল্প সঞ্চয় প্রকল্পর সুদের হার কমিয়ে দেওয়ায় কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এর ফলে চিট ফান্ড বাড়বে। “আমাদের সময় কোনও চিট ফান্ড তৈরী হয়নি। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে মানুষের কাছে জবাব দিতে হবে,” বলেন তিনি।