February 1, 2017
Mamata Banerjee reacts to the Union Budget

Bengal Chief Minister Mamata Banerjee today called the Union Budget as “clueless, useless, baseless, missionless and actionless”.
Slamming the Central Government, she tweeted: “A controversial Budget which is clueless, useless, baseless, missionless and actionless. Heartless. No roadmap for the country or the future from a government that has lost all its credibility”
She added, “Tax payers still have restrictions on withdrawals. Remove all restrictions. And where are the figures for demonetisation? Misleading. Full of jugglery of numbers and hollow words which mean nothing.”
কেন্দ্রীয় সরকারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বাজেটকে “অনর্থক, ভিত্তিহীন, উদ্দেশ্যহীন কর্মহীন ও হৃদয়হীন” বলে আখ্যা দিয়েছেন।
কেন্দ্রীয় সরকারের বাজেটের সমালোচনা করে তিনি টুইট করে জানান, “কেন্দ্রীয় সরকারের এই বিতর্কিত বাজেট আদপে অনর্থক, ভিত্তিহীন, উদ্দেশ্যহীন কর্মহীন ও হৃদয়হীন। দেশের ভবিষ্যতের কোনও পথনির্দেশ দেননি কেন্দ্রীয় সরকার। এই সরকার সব ধরনের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই বাজেট বিভ্রান্তিকর।”
তিনি আরও বলেন, “কর প্রদানকারীদের টাকা তোলার ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সব ধরনের নিষেধাজ্ঞা এই মুহূর্তে তুলে নেওয়া হোক। নোটবাতিল সংক্রান্ত কোনও তথ্য কেন বাজেটে নেই? শুধুমাত্র পরিসংখ্যানের ভেলকি ও ফাঁকা আওয়াজ, যার কোনও অর্থ নেই।”