সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৩, ২০১৯

দিল্লীতে গোর্খা ওয়েলফেয়ার সেন্টারের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

আজ দিল্লীর সাকেতে গোর্খা ওয়েলফেয়ার সেন্টারের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আমি আজ খুব খুশি আমার পাহাড়ের ভাই বোনদের জন্য রাজধানী দিল্লীতে গোর্খা ওয়েফেয়ার সেন্টার তৈরী হচ্ছে। এই উপলক্ষে আমি জিটিএ এবং দার্জিলিংবাসী তথা সারা বিশ্বে ছড়িয়ে থাকা গোর্খা ভাই বোনদের অভিনন্দন জানাতে চাই। এই প্রথম রাজধানীতে তাঁদের জন্য কিছু করা হচ্ছে। আমার পাহাড়ি ভাই বোনরা শিক্ষিত ও প্রতিভাময়। তাঁরা দেশের নানান প্রান্তে জীবিকা অর্জনের জন্য বসবাস করেন। এই কেন্দ্রে তাঁদের থাকার ক্ষেত্রে সুবিধা হবে। যারা শিক্ষার জন্য বা চিকিৎসার জন্য দিল্লীতে আসবেন বা কাজের জন্য আসবেন, তাঁরাও এখানে থাকতে পারবেন। এই প্রথম তাঁরা নিজেদের ভবন পাবেন। এই কেন্দ্রের ৮৫ শতাংশ থাকার জন্য ব্যবহার করা হবে এবং বাকি ১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহার হবে।

কিছুদিন আগে শিলিগুড়ির মাটিগড়াতেও আমরা একটি ভবন নির্মাণ করেছি যাতে পাহাড়ি ভাই বোনরা সমতলে কোনও কাজে এলে সেখানে থাকতে পারেন। কলকাতাতেও তাঁদের ভবন আছে। এটা খুব ভালো হল। আমি জিটিএকে অভিনন্দন জানাব কারণ, এটা তাঁরা সমানে পার্স্যু করেছেন। আগামীদিনে এই কেন্দ্র আপনাদের সহায়ক হয়ে উঠবে।

এই কেন্দ্র তৈরী করতে ২০ কোটি টাকা খরচ হবে, ৩২টি ঘর থাকবে। এছাড়া, কনফারেন্স হল, লাইব্রেরী, হেল্প ডেস্ক, রিসেপশনও হবে। দিল্লীতে এসে কেউ কোনও অসুবিধায় পড়লে, তাঁকেও সাহায্য করা হবে। আগামীদিন এই কেন্দ্র রাজ্যেরও হবে, জিটিএরও হবে, পাহাড়ি ভাই বোনদেরও হবে। এই ঐতিহাসিক দিনে আপনাদের সকলকে শুভকামনা। সকলে ভালো থাকুন।

ফাইল চিত্র