অক্টোবর ২৭, ২০১৯
কলকাতায় কালী পুজো উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরের মত এবছরও কলকাতায় কালীপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর তিনি প্রথম উত্তরবঙ্গে কালীপুজো উদ্বোধন করেন। শিলিগুড়ির প্রধান নগরে বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাবের কালী পুজোর উদ্বোধন করেন তিনি।
কলকাতায় যে যে পুজোগুলি তিনি উদ্বোধন করেন, সেগুলি হল: গিরীশ পার্কের ফাইভ ষ্টার স্পোর্টিং ক্লাবের কালী পুজো, এসএন ব্যানার্জী রোডে জান বাজার সম্মিলিত কালী পুজো, শেক্সপিয়ার সরণিতে ইয়ুথ ফ্রেন্ড কালী পুজো, কালীঘাটের ৬৪ হরিশ মুখার্জী রোডে ভেনাস ক্লাবের কালী পুজো।
বরাবরই পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন। সেই মত তিনি শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন এবছরও।
দেখুন মুখ্যমন্ত্রীর কালীপুজো উদ্বোধনের কিছু ছবি:
গিরীশ পার্কের ফাইভ ষ্টার স্পোর্টিং ক্লাবের কালী পুজো
জান বাজার সম্মিলিত কালী পুজো
ইয়ুথ ফ্রেন্ড কালী পুজো
ভেনাস ক্লাবের কালী পুজো