September 14, 2016
Mamata Banerjee hands over land ‘parchas’, cheques to farmers in Singur

Mamata Banerjee on Wednesday handed over land parchas (land deeds) and compensation cheques to farmers in Singur.
Around 9,117 land deeds were handed over. Around 800 compensation cheques – to unwilling farmers – were handed over by the Chief Minister and her Cabinet colleagues.
“In the first lot 9,117 parchas were given. All land will be returned in cultivable form within eight weeks,” she said during her visit to Singur.
The CM said that the government will be setting up check dams and small tube wells for irrigation in Singur. She added that soil testing is going on and all fertilisers for making the land fertile and cultivable will be provided to farmers.
“We will provide Rs 10000 to all farmer families to aid them in farming,” she added.
A Customs Hiring Centre will be set up in Singur to help farmers get loans. A training and demonstration centre for farmers will also be set up here.
কথা রাখলেন দিদি, জমি ফেরত দিলেন সিঙ্গুরের কৃষকদের
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বুধবার সিঙ্গুরের কৃষকদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন।
৯১১৭ জনকে জমির পরচা ও ৮০০ জনকে ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সতীর্থরা।
“প্রথম দফায় ৯১১৭ টি পরচা তুলে দেয়া হবে। পুরো জমিটিকেই আগামী আট সপ্তাহের মধ্যে চাষযোগ্য করে ফেরত দেয়া হবে ” সিঙ্গুরে বললেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান সরকার চেক বাঁধ ও টিউবয়েল তৈরী করে দেবে সেচের জন্য। তিনি আরও বলেন যে জমি পরীক্ষার কাজ চলছে এবং সরকারের তরফে সার যোগান দেয়া হবে জমিকে চাষযোগ্য করে তোলার জন্য।
দিদি বলেন যে প্রতি কৃষক পরিবারকে ১০০০০ টাকা করে দেয়া হবে ও সহযোগিতা করা হবে।
তিনি সাথে সাথে ও বলেন যে সিঙ্গুরে একটি Customs Hiring কেন্দ্র স্থাপিত হবেও যেখান থেকে কৃষক রা প্রয়োজনীয় ঋণ পেতে পারবেন। এছাড়াও আরেকটি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।