সাম্প্রতিক খবর

অক্টোবর ১৭, ২০১৯

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী

আজ নবান্ন সভাঘরে একটি অনুষ্ঠানে এ বছরের বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বছরের পুরস্কার প্রাপকদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে। 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

ইউনেস্কো দুর্গা পুজোকে একটি শ্রেষ্ঠ উৎসব হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আমি সেদিন খুশী হব যেদিন সারা পৃথিবী বলবে, দুর্গা পুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব।

পৃথিবীতে অনেক কার্নিভ্যাল হয়। কিন্তু, আমরা বাংলায় চার বছরেই সকলকে তাক লাগিয়ে দিয়েছি দুর্গা পুজো কার্নিভ্যাল করে। আমরা সবাই মিলে চেষ্টা করলে, আমরা পারি।

আমি গঠনমূলক সমালোচনা পছন্দ করি। আমি নেতিবাচক, ধ্বংসাত্ত্বক চিন্তাধারায় বিশ্বাস করিনা। আমার সবসময় বার্তা, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ তাহলে ফলাফলও হবে পজিটিভ।

শুধু বড় ক্লাব পুরষ্কার পায় তা নয়, ছোট ক্লাবকেও আমরা সংবর্ধনা দিয়ে থাকি। আমরা এই ছোট ক্লাবগুলোকে পুরষ্কার করার ফলে তারা এখন নতুন করে ভাবছে কি করে আরও ভালো করে কি করে পুজো করা যায়।

যখন কোনও ভালো কিছু হয়, তখন সকলকে সমানভাবে এগিয়ে নিয়ে আসতে হয়। অনেক অনামী ক্লাব বিশ্ব বাংলা শারদ সম্মানের মাধ্যমে আজ জনপ্রিয় হয়েছে।

এই পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়। পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে পরিচিতি তৈরী হয়। আমার একমাত্র স্বপ্ন বাংলাকে বিশ্বের সেরা করা।

মা’র কোনও জাত, ধর্ম, বর্ণ হয় না। মা’র মর্যাদা তারা বোঝে যারা মা’কে ভালোবাসে। যখন দেখি কেউ বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি উচ্ছেদ করে অবগুন্ঠনের মধ্যে দিয়ে নিজেদের গুঞ্জন গাইতে শুরু করে, তখন খারাপ লাগে। আমাদের বাংলা এরকম না। বাংলা সবার সেরা।

বাঙালীর ঠিকানা সারা পৃথিবীতে। আমি দেখতে চাই আমাদের বাংলার ছেলেমেয়েরা সারা বিশ্ব জয় করুক। বাংলা ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে বিশ্ব সেরা হয়েছে।