সাম্প্রতিক খবর

জুন ৭, ২০১৯

নির্বাচনী সংস্কারের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনী সংস্কারের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল ভবনে হুগলী জেলার সব জনপ্রতিনিধি ও মন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন তিনি।

ওনার বক্তব্যের কিছু অংশ:

১৯৯৩ সালের ২১শে জুলাই একটি বড় আন্দোলন হয়েছিল, যেখানে আমার ১৩ জন সহকর্মী মারা গেছিল, ১০০ জন গুলিবিদ্ধ হয়েছিল। আমরা দাবী জানিয়েছিলাম সচিত্র পরিচয়পত্র ছাড়া, ভোট নয়। আমাদের আন্দোলন সফল হয়েছিল। এবারে আমাদের দাবী দুটো।

আমি জানি ওরা নির্বাচনে কত টাকা ছড়িয়েছে। অনেকে বলছে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। আমি জানতে চাই এই টাকা এলো কোথা থেকে? সব দল এই টাকা খরচ করতে পারে না। নির্বাচনে এত টাকা খরচ হবে কেন? এটা তো দুর্নীতি। বিভিন্ন ব্যাঙ্কে ভুয়ো নামে টাকা জমা করা হয়েছে। আরটিজিএস করেও টাকা ট্রান্সফার করা হয়েছে। এই তথ্য ওরা চেপে দিতে পারবে না।

নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা হোক। এ রাজ্যে নির্বাচনের সময় জরুরী অবস্থার থেকেও বাজে অবস্থা করা হয়েছিল। ছ’মাস রাজ্যের হাতে কোনও ক্ষমতা ছিল না। আমি এরকম নির্বাচন এর আগে দেখিনি। ২০ লক্ষ ইভিএম যন্ত্র পাওয়া যাচ্ছে না! স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যন্ত্রগুলো কোথায়? অনেক জায়গায় ভোট চলাকালীন যন্ত্র খারাপ হয়ে গেছে। নতুন যে যন্ত্র এসেছে, সেগুলো পরীক্ষা করা হয়নি। ইভিএম যন্ত্রে প্রোগ্রামিং করা হয়েছিল, এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিৎ। এর জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা উচিৎ।

আমরা নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্ণা দেব এবং অন্যান্য বিরোধী দলকেও আবেদন জানাব এই ধর্ণায় শামিল হতে। আগে থেকে ওরা কি করে বলতে পারল ৩০০ আসন পাবে?