অক্টোবর ৩০, ২০১৯
কাশ্মীরে মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক হত্যায় ‘স্তম্ভিত’ মুখ্যমন্ত্রী, পরিবারকে সাহায্যের আশ্বাস

ভূস্বর্গ সত্যিই ভয়ঙ্করে পরিণত হল। বাংলার মুর্শিদাবাদ জেলার সাধারণ পাঁচ শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এই ‘নৃশংস হত্যাকাণ্ড’ নিয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় (সন্ত্রাসী হামলায় নিহত মুর্শিদাবাদের পাঁচ শ্রমিকের পরিবারকে বাংলা সরকার প্রয়োজনী সমস্ত সহায়তা প্রদান করবে বলে মঙ্গলবার রাতেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।