Latest News

April 1, 2017

Magur fish to be cultivated in Jangalmahal

<i>Magur</i> fish to be cultivated in Jangalmahal

Women from the Self-Help Groups in the Jangalmahal region would soon be initiated into cultivating magur fish (called catfish in English), which is a delicacy and hence, in high demand.

Under the initiative of the Bengal Government, four hatcheries would be created for the purpose and to start with, women from the Self-Help Groups would be given magur hatchlings.

Within six to seven months, the hatchlings would grow big enough to be sold in markets, with each fish weighing 80 to 100 kg. The fishes would be bought by the State Fisheries Development Corporation Limited of West Bengal, through which they would be released into the markets.

This initiative would lead to higher production of magur, which in turn would lead to lowering of prices, and generation of employment too in the Jangalmahal region. There are plants to export the fish to neighbouring States too.

Immediately after becoming Chief Minister in 2011, Mamata Banerjee had launched developmental schemes to bring the backward Jangalmahal region to the level of the rest of Bengal. As a result, now Jangalmahal is smiling.

 

 

জঙ্গলমহলে চাষ হবে দেশি মাগুর

জঙ্গলমহলের জলাশয়ে চাষ হবে দেশি মাগুর মাছ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও এই প্রকল্পে যুক্ত করা হবে।

৪টি হ্যাচারি বানানো হবে। মাছের চারা দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। রাজ্য ম९স্য উন্নয়ন নিগম তাঁদের কাছ থেকে তা কিনে নেবে। এর ফলে মাছের উ९পাদন বাড়বে।

পাশাপাশি জঙ্গলমহলে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিবেশী রাজ্যেও এই মাছ পাঠানোর পরিকল্পনা রয়েছে।

২০১১ সালে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে–পড়া জঙ্গলমহলের উন্নয়নে জোর দিয়েছিলেন। একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পও চালু করেছেন। জঙ্গলমহল এখন হাসছে।

৬–৭ মাসের মধ্যে চারামাছ বাজারে বিক্রির জন্য তৈরি হয়ে যাবে। মাছের ওজন হবে মোটামুটি ৮০–১০০ গ্রাম।

রাজ্যের ম९স্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, ‌‘মাছের উ९পাদন বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে আরও কম দামে মাছ কিনতে পারবেন’‌।