অগাস্ট ১, ২০১৯
মাতৃদুগ্ধের অভাব পূরণে "মধুর স্নেহ"

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। বিশ্বজুড়ে মাতৃদুগ্ধপানে উৎসাহিত করতে ও শিশুদের স্বাস্থ্য উন্নয়নে সচেতন করতে প্রতি বছর ১লা আগস্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়।
এই সপ্তাহ পালন শুরু হয় আগস্ট ১৯৯০ সালে ইনোসেন্টি ডিক্লেয়ারেশন স্বাক্ষরের মাধ্যমে। এই চুক্তিতে চার থেকে ছমাস বয়সের শিশুদের মাতৃদুগ্ধ পানে জোর দেওয়ার কথা আছে। এর উদ্দেশ্যে বিশ্বজুড়ে মা ও শিশুদের সম্পূর্ণ পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি।
অনেক শিশুকে তার মা বিভিন্ন কারণে মাতৃদুগ্ধ পান করাতে পারেন না। যেমন, অপরিণত শিশু যার সংক্রমণ হওয়ার সম্ভবনা প্রবল, হজমের সমস্যা বা মাতৃ মৃত্যু – এসব ক্ষেত্রে অন্যান্য মাধ্যম থেকেই শিশুকে মাতৃদুগ্ধ দিতে হয়।
এসব ক্ষেত্রেই মাতৃদুগ্ধ ব্যাঙ্ক প্রয়োজনীয়। এই ব্যাঙ্কে মাতৃদুগ্ধ জোগাড় করার পর, পাস্তুর পদ্ধতি অবলম্বন করে জমা করা হয়। এরপর প্রয়োজনমত যোগান দেওয়া হয়।
রাজ্য সরকারের উদ্দেশ্যে তৈরী হয়েছে পূর্বভারতের একমাত্র মাতৃদুগ্ধের ব্যাঙ্ক, ‘মধুর স্নেহ’। ২০১৩ সালের ৬ই আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে এই ব্যাঙ্ক উদ্বোধন করেন।
“মধুর স্নেহ”র উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন,‘সবথেকে আধুনিক মাতৃদুগ্ধ ব্যাঙ্ক এটা। যেসব শিশু মাতৃদুগ্ধ পায় না, তাদের জন্যই এই ব্যাঙ্ক’।
এখানে পাস্তুর যন্ত্র আছে, অত্যাধুনিক দুধ সংগ্রহের ব্যবস্থা, নজরদারি, প্রক্রিয়াকরণ, পরীক্ষা এবং সংরক্ষণের ব্যবস্থা আছে।
বিগত কয়েক বছরে মধুর স্নেহ শিশুদের জন্য খুবই উপযোগী হিসেবে প্রমাণিত হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে ১৫৫৪ জন সদ্যোজাত এসএসকেএম হাসপাতালের এসএনসিইউ/এনআইসিইউ-এ ভর্তি হয় যাদের এই ব্যাঙ্ক থেকে দুধ খাওয়ানো হয়েছে।