সাম্প্রতিক খবর

নভেম্বর ৬, ২০১৯

সকল আঞ্চলিক ভাষায় জয়েন্ট এন্ট্র্যান্স পরীক্ষা নেওয়া হোকঃ দিদি

সকল আঞ্চলিক ভাষায় জয়েন্ট এন্ট্র্যান্স পরীক্ষা নেওয়া হোকঃ দিদি

সম্প্রতি কেন্দ্রীয় সরকার হিন্দী ও ইংরাজীর পাশাপাশি গুজারাটি ভাষাতেও জয়েন্ট এন্ট্র্যান্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে অন্যান্য আঞ্চলিক ভাষায় কথা বলা পরীক্ষার্থী, শিক্ষার্থী তথা আপামর জনসাধারণ ব্যথিত হয়েছেন।এই অনাচারের বিরুদ্ধে আজ ফেসবুক পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি তাঁর পোস্টে লেখেনঃ

“আমার দেশ ভারতবর্ষে অগণিত ধর্ম, সংস্কৃতি, ভাষা, বর্ণ ও জাতির মানুষ বসবাস করে। যদিও বর্তমান কেন্দ্রীয় সরকারের মুখ্য উদ্দেশ্য সকল প্রদেশ ও প্রদেশের ভাষাকে তাচ্ছিল্য করা। বহু বছর ধরে জয়েন্ট এন্ট্র্যান্স পরীক্ষা ইংরাজী ও হিন্দীতে নেওয়া হত। সম্প্রতি গুজারাটি ভাষাকেও এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এরকম পদক্ষেপ কুর্ণিশযোগ্য নয়। আমি গুজারাটি ভাষাকে ভালোবাসি। কিন্তু, বাকি সব ভাষাকে অবহেলা কেন? অন্য ভাষার প্রতি অবিচার করা হবে কেন? যদি গুজারাটি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে বাংলা সমেত বাকি সব আঞ্চলিক ভাষাকেও অন্তর্ভুক্ত করা উচিৎ। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সব জায়গায় প্রতিবাদ চলবে। কারণ এই অবিচারের ফলে বাকি যে সকল মানুষ বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলেন তাদের সকলের অনুভূতিতে আঘাত লেগেছে।”