সাম্প্রতিক খবর

নভেম্বর ২, ২০১৯

কৃষকের রোজগার বাড়াতে বিকল্প চাষের উদ্যোগ রাজ্যের

কৃষকের রোজগার বাড়াতে বিকল্প চাষের উদ্যোগ রাজ্যের

কৃষকের আয় বাড়ানোর লক্ষ্যে একদিকে স্বল্পমেয়াদি ধান চাষে উৎসাহ ও অন্যদিকে বিকল্প কৃষি হিসেবে নানা ধরনের ফল উৎপাদন করে ভিন রাজ্যে তা বিক্রি করার উদ্যোগ নিচ্ছে রাজ্য কৃষি ও উদ্যানপালন দপ্তর।

কৃষকের আয় বাড়ানোর লক্ষ্যে কৃষিকর্তাদের পরামর্শঃ

দীর্ঘমেয়াদি ধান চাষের বদলে কম জলে অল্প দিনে ফলন হয় এমন প্রজাতির ধান চাষ। যেমন – লাল স্বর্ণ প্রজাতির ধান, শতাব্দী, ক্ষিতীশ, আইআর-৩৬, আইআর-৬৪, এমটিইউ ১০১০, ডিআরআর ৪২, সহভাগী প্রজাতির ধান
রবি মরশুমে তৈলবীজ বা ডাল চাষ
লাভজনক বিকল্প হিসেবে পেঁয়াজ, কলাই, ভুট্টা, বাদাম, ওল চাষ
আম কলা পেয়ারা ছাড়াও স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট, সুগন্ধী লেমন ঘাসের চাষ

এছাড়াও বিকল্প কৃষি হিসেবে ফুল ও অর্কিড চাষকেও গুরুত্ব দিচ্ছেন উদ্যানপালন বিভাগের কর্তারা।

সৌজন্যেঃ আজকাল