সাম্প্রতিক খবর

অক্টোবর ২০, ২০১৯

হলদিয়া শিল্পাঞ্চল সম্প্রসারণে শুরু হচ্ছে নতুন ল্যান্ড ম্যাপিং

হলদিয়া শিল্পাঞ্চল সম্প্রসারণে শুরু হচ্ছে নতুন ল্যান্ড ম্যাপিং

হলদিয়ার উন্নয়নের ছোঁয়া এ বার লাগতে চলেছে কাছাকাছি তিনটি ব্লক – শহীদ মাতঙ্গিনী, কোলাঘাট এবং পাঁশকুড়াতে। হলদিয়ায় নতুন বিনিয়োগ আসছে। স্থান সঙ্কুলানে শিল্পাঞ্চলের এলাকা সম্প্রসারণে উদ্যোগী হয়েছে রাজ্য। তারই অঙ্গ হিসেবে তিনটি ব্লকে জমি জরিপের কাজ শুরু হচ্ছে। উন্নয়নের রূপরেখা ঠিক করতে নতুন করে ‘ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভলপমেন্ট কন্ট্রোল প্ল্যান’ তৈরী হচ্ছে। সে জন্য সম্প্রতি টেন্ডার ডেকেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। এর উপর ভিত্তি করেই আগামীতে হলদিয়া শিল্পাঞ্চল সম্প্রসারিত হবে।

এই সম্প্রসারণ পরিকল্পনায় নতুন করে যে-সব এলাকা যুক্ত হবে, সর্বাগ্রে সেখানকার ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভলপমেন্ট কন্ট্রোল প্ল্যান তৈরী হবে। মূলত জমির চরিত্র নির্ণয় এবং তার ব্যবহারিক উপযোগিতা যাচাই করা হবে সমীক্ষায়। তৈরী হবে ‘ল্যান্ড ইউজ ম্যাপ’। জমির ভৌগোলিক অবস্থান ছাড়াও কোথায় রয়েছে চাষের জমি, কোথায় নদী, পুকুর, খাল-বিল, বাগান, জঙ্গল, বাড়িঘর, রেললাইন কিংবা রাস্তা রয়েছে – সেটা এক ঝলকে জানা যাবে। নগরোন্নয়নের পরিকল্পনাই হোক বা শিল্পতালুক গড়ে তোলা–এই সমীক্ষা খুবই কাজে লাগবে। আপাতত চিহ্নিত তিনটি ব্লক এবং একটি পুর-এলাকা মিলিয়ে প্রায় ৫০৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সমীক্ষা চালানো হবে।

এ কাজে স্যাটেলাইটের সাহায্যে পুরো এলাকার ছবি সংগ্রহ করা হবে। সামাজিক ও অর্থনৈতিক সমীক্ষা হবে। ডিজিপিএস (ডিফারেন্সিয়াল জিপিএস) সমীক্ষা চালানো হবে। এর পর মৌজা ভিত্তিক ডিজিটাইজড ল্যান্ড ইউজ ম্যাপ তৈরী হবে। রেল, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পিডব্লিউডি, বন এবং সেচ দপ্তরের যে সব জমি ও সম্পত্তি রয়েছে, সে-সব বিষয়েও খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হবে। সেই সবের ভিত্তিতেই ল্যান্ড ইউজ ম্যাপ এবং রিপোর্ট তৈরি হবে।

সৌজন্যেঃ এই সময়