Latest News

April 12, 2017

Laldighi set to be a weekend promenade destination from Poila Boishakh

Laldighi set to be a weekend promenade destination from Poila Boishakh

After the Park Street carnival, citizens will now have a weekend cultural fiesta at Laldighi. From April 15, the heritage waterbody adjacent to Writers’ Buildings will be an attractive venue to spend weekends. Kolkata Municipal Corporation officials are giving the finishing touch to project.

According to plans, the KMC along with state tourism and culture and information departments will throw open a space beside the waterbody (opposite GPO) for the carnival. Here, tourists or locals will enjoy theatre, soiree or other cultural functions. A makeshift stage will be erected in the arena to accommodate artists or theatre groups for their weekend performances.

The KMC has given a facelift to the waterbody to attract tourists. Like Monohardas Tarag, a waterbody in Esplanade area, the civic body has installed six colour fountains which will be operational from evening. The trees around Laldighi will be decorated with lights as an added attraction.

Mayor Sovan Chatterjee on Monday said the weekend carnivals at Laldighi will be one of the most crowd-pulling events of the city. “We will make sure people who will go to the spot to enjoy the weekend won’t be disappointed. Keeping in mind BBD Bagh’s status as a world heritage zone, we have arranged everything which won’t dampen the heritage sprit of the area,“ the Kolkata Mayor said.

 

সপ্তাহ শেষে লালদিঘিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দেখো-রে’

পার্ক স্ট্রিট কার্নিভালের পর এবার রাজ্যবাসীর জন্য সপ্তাহ শেষে লালদিঘিতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দেখো-রে’। ১৫ই এপ্রিল থেকে রাইটার্স বিল্ডিং সংলগ্ন এই ঐতিহাসিক জলাশয় হয়ে উঠবে আকর্ষণীয়। কলকাতা কর্পোরেশন এখন লালদিঘির এই নতুন রূপদানের প্রকল্প চূড়ান্ত লগ্নে।

এই উদ্দেশ্যে কলকাতা কর্পোরেশন, রাজ্য পরিবহণ দপ্তর ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে জিপিও’র বিপরীতে লালদিঘির পাশে একটি মুক্তমঞ্চ তৈরি করছে। এখানে রাজ্যবাসী ও পর্যটকরা বাউল গান, পুরুলিয়ার ছৌনাচ, ধামসা মাদল সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। কুশলীদের মঞ্চটি তৈরী করা হবে লালদিঘির ওপর। এই অনুষ্ঠানগুলি মঞ্চস্থ হবে সারা বছর প্রতি সপ্তাহের শনি ও রবিবার। অনুষ্ঠানের সময় বিকেল ৬টা থেকে রাত ১১টা ।

লালদিঘির পাশের গাছগুলিতে আলো লাগানো হয়েছে। লালদিঘির ৬টি বোটকেও দেওয়া হয়েছে আলোকসজ্জা। অনুষ্ঠান দেখতে পারবেন যে কেউ সম্পূর্ণ বিনামুল্যে। থাকবে ১৫টি খাবারের স্টল সহ বিশ্ববাংলার স্টলও থাকবে লালদিঘির চত্তর জুড়ে। আনুমানিক ৪০০টি গাড়ি পার্কিং এর বন্দোবস্তও থাকবে এখানে।

কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি বলেন, লালদিঘি ঘিরে সপ্তাহান্তের এই অনুষ্ঠান কলকাতার একটি অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে। “আমরা নিশ্চিত করব যে সকল মানুষ সপ্তাহান্তে ওখানে যাবেন, তারা যাতে হতাশ না হন। বিবাদি বাগের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে আমরা সবকিছু এমন ভাবে আয়োজন করেছি যাতে ওই অঞ্চলের ঐতিহ্যের কোনও ক্ষতি না হয়।”