সাম্প্রতিক খবর

নভেম্বর ২৪, ২০১৯

রাজ্যের উদ্যোগে বীরভূমে গড়ে উঠবে কৃষি বিজ্ঞান কেন্দ্র

রাজ্যের উদ্যোগে বীরভূমে গড়ে উঠবে কৃষি বিজ্ঞান কেন্দ্র

বীরভূমের মুরারইয়ে গড়ে উঠবে কৃষি বিজ্ঞান কেন্দ্র। গত ১৯শে নভেম্বর প্রস্তাবিত জায়গা পরিদর্শন করার পর এমনটাই জানালেন মৎস্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রাজ্য প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা৷

এই কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে ওঠায় খুশি এলাকাবাসী। কারণ এই কেন্দ্র গড়ে উঠলে চাষীরা উপকৃত হবেন, তার পাশাপাশি বহু বাইরের মানুষের আনাগোনার ফলে এলাকায় অর্থনৈতিক বিকাশ ঘটবে।

মৎস্যমন্ত্রী জানান, “কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তুলতে ২৫ একর জমি দরকার৷ এখানে সেই জায়গা রয়েছে। আর বীরভূম কৃষিভিত্তিক জেলা। ফলে এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র দরকার”।

এই কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তুলতে সরকারকে শুধু জমি দিতে হয়, বাকি সব খরচ বহন করে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ। এই জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র তৈরি করলে বাংলায় প্রাণী সম্পদের উন্নয়ণ ঘটবে।