April 8, 2017
Krishi mela to create awareness about organic farming
The Bengal Agriculture department is organising a three-day-long Jaibo Krishi Mela at Bidhan Sishu Udyan in Ultadanga which started on Saturday.
Purnendu Basu, the state Agriculture minister said that the department had received a proposal from the authorities of Bidhan Sishu Udyan to take up some projects in the vacant place of their organisation.
The state Agriculture department has extended all necessary support by providing expertise to initiate organic farming on around three bighas of the vacant land. There are around 300 coconut trees and waterbodies where the project has been taken up. Every Sunday, the produce gets sold in a weekly market. Farmers from many villages visit the weekly market to sell the organic vegetables. Now, the initiative has been taken to organise a fair at Bidhan Sishu Udyan where there will be around 50 stalls to exhibit organic vegetables and machineries used for farming. The basic idea to organise the fair is to create awareness among the urban populace about the good effects of having organic vegetables. Since it is taking place in a “sishu udyan”, the theme of the fair is “Save the children, save the mankind with organic practice”.
The initiative has been taken to encourage farmers into organic farming. There will also be quiz competitions, debates and cultural activities in the fair to create awareness on organic farming. Newly-developed tools that could be used for better farming will be displayed in the fair too. Kalyani University students have invented a tool using which one can easily climb up a coconut tree. Many such machinery will be displayed in the fair. One cannot buy the machinery or tools from the fair but they can get to know as to where can they buy the tools and machinery from.
জৈব চাষে চাষিদের আগ্রহী করে তোলার জন্য শুরু হল ‘জৈবকৃষি মেলা’
শনিবার থেকে শুরু হয়েছে তিনদিনের ‘জৈব কৃষি মেলা’। রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে উল্টোডাঙ্গার বিধান শিশু উদ্যানে হচ্ছে এই মেলা।
প্রায় ৩ বিঘা জমির ওপর জৈব চাষ শুরু করার জন্য সব প্রয়োজনীয় সহায়তা করবে রাজ্য কৃষি দপ্তর। এখানে প্রায় ৩০০টি নারকেল গাছ ও জলাশয় রয়েছে। প্রতি রবিবার হাটে বিক্রি হবে এই শাকসবজি। বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা এখানে আসবেন জৈব পদ্ধতিতে উৎপন্ন শাকসবজি বিক্রি করতে।
জৈব পদ্ধতিতে চাষবাসের জন্য যেসব মেশিন ব্যবহার করা হয় সেগুলির প্রদর্শনের জন্য ৫০টি স্টল থাকবে এই বিধান শিশু উদ্যানে। যেহেতু মেলাটি শিশু উদ্যানে হচ্ছে তাই মেলার থিম “সেভ দ্য চিলড্রেন, সেভ দ্য ম্যানকাইন্ড উইথ অরগ্যানিক প্র্যাকটিস’।
জৈব চাষে চাষিদের আরও আগ্রহী করে তোলার জন্য এই পদক্ষেপ রাজ্য সরকারের। জৈব চাষে সচেতনতা বৃদ্ধির জন্য মেলায় ক্যুইজ, ডিবেট ও বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়াকলাপের এর আয়োজন করা হয়েছে এই মেলায়। বেশ কিছু উন্নতমানের কৃষি যন্ত্রপাতিও প্রদর্শিত হবে এই মেলায়।
বিশেষ প্রশিক্ষণ ছাড়া নারকেল গাছে ওঠা কষ্টকর। নারকেল গাছে ওঠার বিশেষ যন্ত্র আবিষ্কার করে এই সমস্যার সমাধান করেছে কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই ধরনের আরও যন্ত্র প্রদর্শিত হবে কৃষি মেলায়। এই মেলা থেকে মেশিনগুলি কেনা যাবে না কিন্তু মেশিনগুলি সম্পর্কে সমস্ত তথ্য জানা যাবে।