অক্টোবর ২৫, ২০১৯
কলকাতাই দেশের নিরাপদতম মেট্রো শহর

দেশের ১৯টি শহর ও মেট্রো শহরের মধ্যে সবচেয়ে নিরাপদ কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট অনুযায়ী, শেষ চার বছরে হিংসাত্মক অপরাধে হার দেশের মধ্যে এই শহর ৩১% কমেছে।
এনসিআরবি-র তথ্য অনুযায়ী, কলকাতায় অপরাধের হার ২০১৭ সালে এই শহরে ১৪১.২, ২০১৬-য় যা ছিল ১৫৯.৬। যদিও সার্বিক দিক দিয়ে বিচার করলে হিংসাত্মক অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান তালিকার নীচের দিকেই রয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতায় অপরাধের ক্ষেত্রে শেষ চার বছরের রিপোর্ট অনুযায়ী ২০১৪ সালে অপরাধের সংখ্যা ছিল ২৬,১৬১। ২০১৭ সালে তা নেমে দাঁড়িয়েছে ১৯,৯২৫ অর্থাৎ ৩১ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে। অপরাধের পাশাপাশি কমছে নারী পাচারও। তথ্য অনুযায়ী ২০১৬ সালে যেখানে রাজ্যে পাচারের ঘটনা ছিল ৩৫৭৯টি, সেখানে ২০১৭ সালে তা ৩৫৭টি।
সচেতনতা বৃদ্ধি ও পুলিশের সক্রিয়তার ফলে কমছে অপরাধের সংখ্যা। অপরাধকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ।