সাম্প্রতিক খবর

অক্টোবর ১২, ২০১৯

সমস্ত বিভেদের ঊর্ধ্বে সর্বজনীন উৎসব বাংলার কার্নিভ্যাল

সমস্ত বিভেদের ঊর্ধ্বে সর্বজনীন উৎসব বাংলার কার্নিভ্যাল

বাংলায় জন্ম। ব্যাপ্তি জগৎজোড়া। রেড রোডের দুর্গা-কার্নিভ্যালের রোশনাই ক্রমে দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত হচ্ছে। আর সেখানেই কিনা জাত-পাতের বেড়া ভেঙে দিচ্ছে সর্বজনীন এই উৎসবের শেষ লগ্ন।

এমনিতেই বাংলার দুর্গোৎসব মানুষের মহামিলনের উৎসব। ২০১৬ সালে রেড রোডে এই শোভাযাত্রা শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুসংহত ভাবে গোটা বিশ্বের চোখে কলকাতার দুর্গোৎসবের মহিমা প্রচার করছে। এই কার্নিভ্যাল ক্রমে বাংলার পর্যটন সম্ভাবনাকেও বাড়িয়ে তুলছে।

এ বারের কার্নিভ্যালে প্রায় আশিটি প্রতিমার শোভাযাত্রা দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তদারকিতে বিশ্বের নানা দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ করা হয়েছে। ধর্মের ভেদাভেদকে সরিয়ে বড় হয়ে উঠেছে সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ। অসহিষ্ণুতার ‘অসুর’ বধ করে বাংলা যেন সম্প্রীতির উৎসব করে দেখাচ্ছে প্রতি বছর।

মাননীয়া মুখ্যমন্ত্রী, রাজ্যের একাধিক মন্ত্রী সহ একাধিক সেলিব্রিটি, বুদ্ধিজীবী, বিদেশী অতিথি-অভ্যাগত এবং কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মাননীয় রাজ্যপাল এবং তাঁর স্ত্রীও উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৪টের সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ট্যাবলো দিয়ে শুরু হয় এই বছরের কার্নিভ্যাল। কলকাতা পুলিশের টর্নেডো গ্রুপ মোটরসাইকেল নিয়ে স্ট্যান্ট প্রদর্শনও করেছিল।