সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৫, ২০১৯

প্রবীণদের নিরাপত্তা, পুজোর শহরকে পাঠ দিচ্ছে পুলিশ

প্রবীণদের নিরাপত্তা, পুজোর শহরকে পাঠ দিচ্ছে পুলিশ

পুজোর সময় বাড়িতে কম টাকা-গয়না রাখাই ভাল। শহরের বাইরে বেড়াতে গেলে স্থানীয় থানাকে জানান। পুজোর আগে শহরবাসীদের সঙ্গে বৈঠক করে পাঠ দিচ্ছে পুলিশ। এর পাশাপাশি পুজোর সময় শহরে একা বৃদ্ধ বৃদ্ধা বা বৃদ্ধ দম্পতিদের নিরাপত্তার ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রণামের বৃদ্ধ সদস্য সদস্যাদের নিয়ে এবারও পুলিশ ঠাকুর দেখতে বের হবে। কিন্তু, যারা সদস্য সদস্যা নন, তাদের নিয়েও বাড়ির কাছাকাছি কয়েকটি মন্ডপ দর্শন করানোর পরিকল্পনা করেছে কয়েকটি থানা।

 গত বছর পুজোর সময় শহরে বাড়িতে চুরির মতো অপরাধ ঠেকাতে লালবাজারের পক্ষে লিফলেট তৈরী করে শহরময় বিলি করা হয়েছিল। এবার কমিউনিটি পুলিশের বৈঠক ও পুজোর কোঅর্ডিনেশন মিটিঙে বাড়িতে চুরি আটকানোর বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। শহরের প্রতি রাস্তা ও অলিগলিতে পুলিশ নজরদারি চালানোর পরিকল্পনা নিয়েছে।