সাম্প্রতিক খবর

অগাস্ট ২২, ২০১৯

বয়স্ক নাগরিকদের তালিকা তৈরী করছে কলকাতা পুলিশ

বয়স্ক নাগরিকদের তালিকা তৈরী করছে কলকাতা পুলিশ

কলকাতা পুলিশের এক অভিনব উদ্যোগ। কলকাতা পুলিশ কমিশনারেট অঞ্চলের সমস্ত বয়স্ক নাগরিকদের বিষয়ে তাঁরা তথ্য সংগ্রহ করছে এবং তাদের বাড়িতে সিসিটিভি স্থাপন করছে।

এর মাধ্যমে বয়স্ক নাগরিকদের চিহ্নিত করা যাবে ও পাশাপাশি তাদের বিপদে সাহায্য করতেও এগিয়ে আসা অনেক সহজ ও তাড়াতাড়ি হবে।

২০১৮ সালের জুন মাসে শুরু হওয়া প্রণাম শীর্ষক উদ্যোগের ফলে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে বয়স্ক নাগরিকদের তালিকা মজুত আছে। এর ফলে পুলিশের অনেক সুবিধা হয়েছে। এবার এই সাম্প্রতিক উদ্যোগের ফলে আরও বেশী বয়স্কদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।