Latest News

March 11, 2018

Kolkata Gate to be thrown open before Poila Boisakh

Kolkata Gate to be thrown open before Poila Boisakh

Housing Infrastructure Development Corporation (HIDCO) is going to open the Kolkata Gate at New Town before the Poila Boishakh (Bengali New Year’s Day in April). The date of the inauguration of the gate, the only one of its kind in eastern India, will be finalised shortly.

Hectic work is on to give finishing touches to the huge construction. Special attention has been given to look after the safety and security of the people who will be climbing the viewers’ gallery.

The construction for the structure began on March 6, 2017. The height of the Kolkata Gate is 55 m. Seventy tonnes of steel have been used. The visitors will be taken to the viewers’ gallery by a lift. The viewers’ gallery is around 25 meters above ground level and is covered by glass. A portion of it has been earmarked for a restaurant, where visitors can get tea, coffee and light refreshments.

The tunnel will have photographs on Kolkata’s heritage and culture. The outer part of the tunnel will be illuminated. The Gate, complete with the Biswa Bangla logo, has been constructed to greet those coming to the city from the airport.

The structure will add another feather in Kolkata’s cap. A splendid view awaits those who would visit the viewers’ gallery, giving a clear sight of New Town and its neighbourhood.

 

পয়লা বৈশাখের আগেই উদ্বোধন হবে কলকাতা গেট

পয়লা বৈশাখের আগেই নিউ টাউনে উদ্বোধন হবে কলকাতা গেট। এই গেট নির্মাণের দায়িত্বে আছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)। উদ্বোধনের দিনক্ষণ খুব শীঘ্রই ঠিক করা হবে। এখন শেষমুহুর্তের কাজ জোরকদমে চলছে।

৬ই মার্চ, ২০১৭, কলকাতা গেট নির্মাণের কাজ শুরু হয়। যেসকল দর্শক ওপরের গ্যালারিতে উঠবেন, তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই কাজ হচ্ছে।

কলকাতা গেটের উচ্চতা ৫৫ মিটার। সত্তর টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। লিফটে করে দর্শকরা ভিউয়ার্স গ্যালারিতে উঠতে পারবেন। এই গ্যালারির উচ্চতা মাটি থেকে ২৫ মিটার। এই পুরো গ্যালারিটি কাঁচ দিয়ে ঢাকা। এখানে একটি রেস্তোরাঁ হবে যেখানে আগত ভ্রমণার্থীরা চা, কফি ও জলখাবার কিনে খেতে পারবেন।

এই টানেলে কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক নানা ছবি থাকবে। টানেলের বাইরের দিকটি আলো দিয়ে সাজানো হবে। এখানে বিশ্ব বাংলার লোগো থাকবে। বিমানবন্দর থেকে কলকাতাগামী যাত্রীদের স্বাগত জানাতেই এই গেটটি নির্মাণ করা হচ্ছে। এই গেট তৈরীতে খরচ পড়েছে আনুমানিক ২৫ কোটি টাকা।

এই গেট নির্মাণের পর কলকাতার মুকুটে আরও একটি পালক যোগ হবে।

 

Image source: The Beacon Kolkata