সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২৭, ২০১৯

পুরসভার প্রতিটি বোরোতেই এবার কার্ডিওলজি এবং ডায়াবেটিক সেন্টার

পুরসভার প্রতিটি বোরোতেই এবার কার্ডিওলজি এবং ডায়াবেটিক সেন্টার

কলকাতা পুরসভার সব বোরোতেই এবার থাকবে কার্ডিওলজি এবং ডায়াবেটিক স্বাস্থ্যকেন্দ্র। গত ২৩শে ফেব্রুয়ারি এই মর্মে পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সঙ্গে দুটি MOU স্বাক্ষর করে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র জানান, পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এতদিন যে ধরণের চিকিত্সা হত, সেই ব্যবস্থাকে ঢেলে সাজাতেই এই উদ্যোগ। তিনি বলেন, “কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসারদের আধুনিক প্রশিক্ষণ জরুরি।”

ইতিমধ্যেই গত বছর থাইরয়েড চিকিত্সার প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুরসভার মেডিক্যাল অফিসারদের। আর এ বছর চিকিত্সার মান বাড়াতে ফের উদ্যোগ নেওয়া হল। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে হার্ট এবং ডায়াবেটিক সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে পুরসভার অফিসারদের। যার মধ্যে একটি হল সার্টিফিকেট কোর্স ইন কার্ডিওভাসকুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক এবং অন্যটি সার্টিফিকেট কোর্সে ইন হেলথ কেয়ার কোয়ালিটি।

পাশাপাশি পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এবার থেকে ক্রিটিক্যাল কেয়ার, অর্থাত্‍, হার্টের চিকিত্‍সা, ইনসুলিনের মতো সমস্ত পরিষেবাই মিলবে।

ফাইল ফটো