সাম্প্রতিক খবর

অগাস্ট ১৯, ২০১৯

বড় আবাসনগুলিতে বৃষ্টির জল সংগ্রহ বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা

বড় আবাসনগুলিতে বৃষ্টির জল সংগ্রহ বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা

জল সংরক্ষণ করতে প্রতিটি বড় আবাসনে বৃষ্টির জল সংরক্ষণ বাধ্যতামূলক করতে চলেছে কলকাতা পুরসভা।পুরসভা এই নতুন নিয়ম অন্তর্ভুক্ত করতে বিল্ডিং রুল পরিবর্তন করতে চলেছে।ভূগর্ভস্থ জল বাঁচাতে বৃষ্টির জল সংরক্ষণ খুবই জরুরী। বৃষ্টির জল দিয়ে বাগান পরিচর্যা, বিভিন্ন জিনিস পরিষ্কার করার কাজ করা হবে।শহরের অনেক জায়গায় ভূগর্ভস্থ জলের পরিমাণ কমেছে। এর আগেই কলকাতা পুরসভা পানীয় জলের পরিবর্তে অপরিশোধিত জল দিয়ে গাড়ি ধোয়ার জন্য বিভিন্ন বিশেষ জোন তৈরী করার প্রস্তাব দিয়েছিলেন।

রাজ্য সরকার পানীয় জল সংরক্ষণ করতে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন প্রতি বছর ১২ই জুলাই রাজ্যে জল বাঁচাও দিবস পালন করার।রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সকল গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছে অকারণে ভূগর্ভস্থ জল ব্যবহার না করতে বরং নিজের নিজের অঞ্চলে জল বাঁচাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে।