ফেব্রুয়ারি ২০, ২০১৯
মশাবাহিত রোগের বিরুদ্ধে কলকাতা পুরসভার অভিযান

ফ্রেবুয়ারি মাসের ২১ তারিখ থেকে ম্যালেরিয়া ও ডেঙ্গুর মত মশা-বাহিত রোগের বিরুদ্ধে অভিযান শুরু করবে কলকাতা পুরসভা। এই অভিযান চলবে জুন মাস পর্যন্ত।
১৪৪টি ওয়ার্ডের কোন কোন জায়গায় এই রোগের প্রকোপ বেশী তার এক বিশদ তালিকা তৈরী করেছে পুরসভার স্বাস্থ্য দপ্তর। বর্ষার আগে এই অভিযান চালানো হবে যাতে বর্ষাকালে এই রোগ না ছড়ায়।
পুরসভার স্বাস্থ্য দপ্তর ছাড়াও, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, বিল্ডিং দপ্তরের আধিকারিকদের সঙ্গে রাজ্য সরকারের জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরাও এই অভিযানে অংশ নেবেন।
ফাইল চিত্র