May 4, 2017
KMC to launch app for its health services

Kolkata Municipal Corporation (KMC) has decided to introduce a mobile app which will provide information related to the KMC-run health centers and their various services.
The Android app is scheduled for launch on May 5. Trial runs are in process now.
The app will provide a detailed information on the civic body’s health services including where and how to get treatment for various diseases like malaria, dengue and tuberculosis, where blood tests can be done free of cost, etc. In case a person falls ill, the app can help in locating the required services.
Importantly, the app will also fix accountability of the employees of KMC’s Health Department as senior officials will now be able to monitor the functioning of the Health employees.
Once the app is introduced, it would be easier for KMC to provide better healthcare services to the people.
নতুন মোবাইল অ্যাপ চালু করছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর
নতুন মোবাইল অ্যাপ আনতে চলেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। এর মাধ্যমে জানা যাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন চালিত স্বাস্থ্য কেন্দ্র গুলির খোঁজ খবর। পাশাপাশি এও জানা যাবে সেখানে কি কি ধরনের স্বাস্থ্য বিষয়ক পরিষেবা পাওয়া যাবে।
আগামী ৫ই মে উদ্বোধন হবে এই এপ্লিকেশনের। অ্যাপটি পাওয়া যাবে অ্যানড্রয়েড ফোনের প্লে-স্টোরে।
প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ম্যালেরিয়া, ডেঙ্গু, টিউবারকিউলোসিস সহ বিভিন্ন চিকিৎসার তথ্য পাওয়া যাবে। কোথায় এই সব রোগের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো হয় সেই সম্পর্কিত তথ্যও থাকবে এখানে।কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কোথায় চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে তাও দেওয়া থাকবে এখানে।
এই অ্যাপ চালু হয়ে গেলে সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভবপর হবে।