June 10, 2016
KMC to hold free medical camps in every ward

The Kolkata Municipal Corporation (KMC) has taken a move to bring more people under its healthcare banner and treat them free of cost.
The KMC’s health department has issued a circular stating that it will hold medical camps in its schools, clubs and parks in consultation with the councillors where people will be provided treatment free of cost.
The decision was taken as it was found that in many wards the turn-out of patients was poor. KMC will conduct massive awareness campaigns in the area urging people to attend the camps. As medicines are given free of cost, people often believe that they have not been treated properly.
Civic officials hope that the camps will help them to come out of this misconception. KMC has qualified doctors and specialists and this camp will bring more people under KMC’s medical service.
There are 144 ward health units under KMC along with 148 laboratories and 5 Dengue detection centres. The construction of health units in three newly added wards, namely, wards 142, 143 and 144 are on. The KMC labs have trained technicians and they are kept open 24×7 when malaria breakout takes place in the city.
The KMC doctors follow WHO guideline to prescribe drugs for malaria. This often varies from the dose given by private practitioners.
KMC has been praised nationally for its steps to combat malaria and dengue. KMC officials said once malaria was detected, medicine was given to the person afflicted with the disease, free of cost.
Kolkata Mayor Sovan Chatterjee said it was the policy of the state government to give medical facilities to more people free of cost.
সব ওয়ার্ডে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প করছে কলকাতা পুরসভা
সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কলকাতা পুরসভা বেশ কিছু নতুন উদ্যোগ নিতে চলেছে।
KMC-র স্বাস্থ্য দপ্তর একটি সার্কুলার জারি করেছে যে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে স্কুল, ক্লাব ও পার্কগুলিতে মেডিক্যাল ক্যাম্প চালু করা হবে যার মাধ্যমে মানুষ বিনামূল্যে ওষুধ পাবে।
সিভিক কর্মকর্তাদের আশা যে এই ক্যাম্পগুলি মানুষকে ভুল ধারণা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। KMC- র অনেক যোগ্যতা সম্পন্ন এবং বিশেষজ্ঞ ডাক্তার আছেন এবং এই ক্যাম্পগুলির মাধ্যমে অনেক মানুষ বিনামূল্যে চিকিতসার সুযোগ পাবেন।
কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪ টি হেলথ ইউনিট, ১৪৮টি ল্যাবরেটরিজ, ৫টি ডেঙ্গু সনাক্তকরণ সেন্টার রয়েছে। ১৪২, ১৪৩ এবং ১৪৪ নং ওয়ার্ডে হেলথ ইউনিট তৈরির কাজ চলছে। কলকাতা পৌরসংস্থার ল্যাবগুলি টেকনিশিয়ান প্রশিক্ষণ দিয়েছি এবং শহরে যখন ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যায় তখন এগুলি ২৪ ঘণ্টা সবসময় খোলা রাখা হয়।
কলকাতা পুরসভার ডাক্তাররা WHO-র গাইডলাইন মেনে ম্যালেরিয়ার ওষুধ প্রেসক্রাইব করেন যা প্রায়ই প্রাইভেট অনুশীলনকারীদের দেওয়া ওষুধের ডোজ থেকে আলাদা হয়।
ম্যালেরিয়া আর ডেঙ্গুর জন্য নেওয়া প্রতিরোধকমূলক ব্যবস্থার জন্য জাতীয় স্তরে যথেষ্ট প্রশংসা পেয়েছে কলকাতা পুরসভা। পুরসনভার কর্মকর্তারা জানান, একবার ম্যালেরিয়া সনাক্ত করা হলে আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন, সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়াই রাজ্য সরকারের নীতি।