সাম্প্রতিক খবর

নভেম্বর ২৪, ২০১৯

মশা মারতে 'ড্রোন', ডেঙ্গু নিধনে নয়া হাতিয়ার পুরসভার

মশা মারতে 'ড্রোন', ডেঙ্গু নিধনে নয়া হাতিয়ার পুরসভার

শহর কলকাতায় ডেঙ্গু মশা বাহিত রোগ প্রতিরোধে এবার ড্রোনের সাহায্য নিতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। মূলত শহর কলকাতার যেসব অংশে পুরকর্মীরা সময় মত পৌঁছতে পারেন না এবং তার জেরে মশার লার্ভা নিধনের জন্য ওষুধ স্প্রে ও করতে পারেন না সেই সব স্থানে ড্রোনের মাধ্যমে মশা মারার তেল স্প্রে করতে এবার ড্রোনের সাহায্য নিতে চলেছে কলকাতা পুরসভা।

গত ২১শে নভেম্বর কলকাতা পুরসভার সদর দফতরের ছাদ থেকে আগামী দিনে কিভাবে এই ড্রোনের মাধ্যমে উঁচু বাড়ির ছাদে জমে থাকা জলে মশার লার্ভা নিধনের জন্য মশা মারার তেল স্প্রে করা যাবে তা হাতেকলমে দেখানো হল। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষের উপস্থিতিতে এর মাধ্যমে মশার লার্ভা মারার ওষুধ স্প্রে করা হল সংলগ্ন পুনানি ম্যানসনের ছাদে।

দীর্ঘদিন ধরে এই ছাদে কোনও পুরকর্মী থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কেউই উঠতে পারে না। ফলে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ও আগাছায় ঢেকে থাকে। এই ছাদে জমা নোংরায় জমে থাকা জলে মশার লার্ভা জন্মায় বলে এরই মধ্যে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা চিহ্নিত করেছেন । বৃহস্পতিবার ড্রোনের সাহায‍্যে এখানে কিছুক্ষণ মশা মারার কীটনাশক স্প্রে করা হয়। পুরো বিষয়টির তদারকিতে ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

আগামী দিনে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে উঁচু বাড়ি যেখানে পুরকর্মীরা মশা নিধনের জন্য কোনও কাজ করতে পারেন না, সেই সব স্থানে এই ধরনের ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হবে বলে এদিন জানালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।