May 10, 2017
Kanyashree Scheme on the threshold of ‘elite target’ of 40 lakh

The Bengal Government’s landmark Kanyashree Scheme is soon going to achieve the ‘elite target’ of 40 lakh enrollments. According to the State Government, there are currently 39,22,655 girls enrolled in the scheme.
In concurrence with the ‘elite target’ of 40 lakh, the number of applicants to the scheme would also reach 90 lakh.
The Kanyashree Scheme is the brainchild of Chief Minister Mamata Banerjee. She inaugurated it on October 1, 2013. From 2014 onwards, August 14 has been celebrated as Kanyashree Dibas.
This year, though, it’s going to be celebrated on August 11. On that day, beneficiaries of the scheme are going to be felicitated.
Kanyashree Scheme is a novel idea from Mamata Banerjee to encourage girls to go to school and also to stop them from marrying early. Girl children from the ages of 13 to 18 get Rs 750 per month to enable them to continue with their studies. Moreover, after crossing 18 and before reaching 19, Rs 25,000 is deposited into the accounts of girl children, to be used for further studies or as expenses towards their marriage.
কন্যাশ্রীর কন্যা সংখ্যা ৪০ লাখে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী এখন চল্লিশ লক্ষের ঘরে – স্বপ্নপূরণের পথে কন্যাশ্রী।
মে মাসের প্রথম সপ্তাহেই কন্যাশ্র্রী – তে উপকৃত কন্যাদের সংখ্যা ৩৯ লক্ষ ছাড়িয়েছে।আগামী কন্যাশ্রী দিবসের আগেই তা চল্লিশ লক্ষের ” এলিট টার্গেট ‘ – এর ঘরে পোঁছে যাবে।প্রকল্পের জন্য অবেদনকারীর সংখ্যা ও রেকর্ড ৯০ লক্ষের ঘরে চলে আসবে।
যদিও প্রশাসন সূত্রে খবর ,এখন ও ৮০লক্ষ আবেদন অনুমোদিত হয়েছে। ৫ মে পর্যন্ত এই সংখ্যা ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৭০। আবেদনকারী প্রায় ৮৯ লক্ষ।২০১৩ সালের ১ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে প্রথম এই প্রকল্পের ও সংবর্ধণা জানানো হবে। ব্লকে ব্লকে কন্যারত্নদের সন্মান ও পুরস্কৃত করা হবে। উৎসাহিত করা হবে।
১১ তারিখ অবশ্য মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ২০১৫ সালের প্রথমদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ,আগামী দু বছরের মধ্যে ৩৯ লক্ষের বেশি কন্যা এই প্রকল্পের উপকৃত হয়েছেন। বাল্যবিবাহ রোধে প্রকল্পের ভূমিকা ও গুরুত্বপূর্ণ। কন্যাশ্রীর মাধ্যমে বেড়েছে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ন।
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৩৯ লক্ষ ২২ হাজার ৬৫৫ জন কে অর্থ দেওয়া হয়েছে।
দুটি ধাপে এই প্রলল্পের সুবিধা দেওয়া হয়। ১৩ থেকে ১৮ বছরের মেয়েরা পড়াশোনা চালিয়ে গেলে বার্ষিক ৭৫০ টাকা করে পায়। সেক্ষেত্রে অবশ্য বাবা -মায়ের বার্ষিক আয় এক লক্ষ ২০হাজার টাকার নিচে হতে হবে। প্রথমে বার্ষিক অনুদানের পরিমান ছিল ৫০০ টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আঠারো বছর পেরিয়ে গেলেও উনিশের কম বয়স হলে পড়াশোনা চালানোর জন্য বা বিবাহের খরচ বাবদ একসাথে ২৫ হাজার টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে।