Latest News

October 22, 2017

Jorasanko Thakurbari to get its light-and-sound show

Jorasanko Thakurbari to get its light-and-sound show

Soon, Jorasanko Thakurbari, home to a campus of Rabindra Bharati University as well, would get its own light-and-sound show, the work for which is almost complete. The Bengal Tourism Department is overseeing setting up of the equipment for the state-of-the-art 3D shows. The shows would commence this winter.

According to the vice-chancellor of Rabindra Bharati University, the shows would take place all through the year, except during the rainy season. Rs 1.4 crore has been spent for setting up the infrastructure.

Similar shows used to take place years back but the present set-up is a complete change in terms of the whole get-up.

The new shows would be 3D shows. They would present the life and times of Rabindranath Tagore and scenes from the heydays of the Thakurbari, whose members during the 19th century were an integral part of the Bengal Renaissance, through a series of life-like images composed of light and laser beams, accompanied by songs composed by Rabindranath Tagore.

Bits of songs sung by Ramkumar Chattopadhyay, Ustad Rashid Khan, Lopamudra Mitra, etc. would be used. The narration would be voiced by Soumitra Chattopadhyay, Bratati Bandyopadhyay, etc. Even Tagore’s own voice would be used in places.

The façade of Thakurbari would be used as the screen for the light-and-sound show. Still images to be used for the shows have been collected from the Rabindra Bharati University archives.

Some of the greatest writers, poets, artists and philosophers of not just Bengal, but India, and in some cases, the world, were members of the Thakur or Tagore family of Jorasanko.

At a time, 80 to 100 people would be able to view a show. Two shows per day would take place, starting from 7 pm. Initially, all the shows would be in Bengali. Later on, English and Hindi shows would be introduced. Tickets have to be bought for the show, separate from the one bought for the museum at Jorasanko Thakurbari.

Source: Bartaman

 

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে চালু হচ্ছে থ্রিডি লাইট অ্যান্ড সাউন্ড শো

কবিগুরু রবীন্দ্রনাথের বেড়ে ওঠা কিংবা ঠাকুরবাড়ির অবদান। নতুন আঙ্গিকে গোটা বিষয়টিকে তুলে ধরছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। শীঘ্রই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বিশেষ প্রদর্শনী শুরু হতে চলেছে। যার কাজ এখন শেষ পর্যায়ে। আধ ঘণ্টার এই প্রদর্শনীতে আলাদা মাত্রা যোগ করবে কবিগুরুর গান। এক যুগের বেশি সময় পর এই প্রদর্শনী শুরু হচ্ছে এই ক্যাম্পাসে। পর্যটন দপ্তরের সহায়তায় এই কাজ করা হচ্ছে। আসন্ন শীতকালেই এই শো চালু হয়ে যাবে।

পুরানো প্রযুক্তিকে ফেলে দিয়ে একেবারে নতুন রূপে আসছে এই লাইট অ্যান্ড সাউন্ড। থ্রি ডি প্রযুক্তি তো থাকবেই। ঠাকুরবাড়ির ভবনটিকেই স্ক্রিন হিসাবে ব্যবহার করা হবে। তার উপরই আলো এবং লেজারের মাধ্যমে এই প্রদর্শনী হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ থেকে স্থির চিত্র ব্যবহার করা হয়েছে। ৮০-১০০ জন মানুষ এই শো একেকবার করে দেখতে পারবেন।

ফিল্মের বিষয়বস্তু নিয়ে রবীন্দ্রভারতীর উপাচার্য বলেন, মূল আকর্ষণ অবশ্যই রবীন্দ্রনাথ। তার সঙ্গে ঠাকুরবাড়ির অবদান এবং বাংলার নবজাগরণ নিয়েও তথ্য রাখা হয়েছে। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কবিগুরুর গানকে আবহ সংগীত হিসাবে ব্যবহার করা হবে। তবে কোনও গানই পুরো থাকবে না। অনেক গানই টুকরো টুকরো করে জোড়া হয়েছে। তথ্যচিত্রের স্ক্রিপ্টের জন্য একাধিক ভয়েস ওভার শিল্পীকে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। গানে ব্যবহার করা হয়েছে রামকুমার চট্টোপাধ্যায়, পণ্ডিত রশিদ খান, লোপামুদ্রা মিত্র প্রমুখকে। এমনকী রবীন্দ্রনাথের গলায় গাওয়া গানও সাধারণ মানুষ শুনতে পারবেন।

আপাতত বাংলাতেই এই প্রদর্শনী হবে। সন্ধ্যার পরই দু’টি করে শো প্রতিদিন হবে। তা দেখার জন্য টিকিট কেটে ঢুকতে হবে সাধারণ মানুষকে। আগামীদিনে এই প্রদর্শনী হিন্দি ও ইংরেজিতেও চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। জোড়াসাঁকো ক্যাম্পাসে একটি মিউজিয়ামও রয়েছে। তার জন্য টিকিট কেটে ঢুকতে হয়। তবে এই লাইট অ্যান্ড সউন্ডের ক্ষেত্রে সেই টিকিট প্রযোজ্য হবে না। উপাচার্যের কথায়, বর্ষাকাল বাদে সারা বছরই এটি চলবে।

পর্যটন দপ্তর থেকে এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকার একাংশ দিয়েই এই লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পটি করছে কর্তৃপক্ষ। বিশ্বের বহু মানুষই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানতে এখানে আসেন। ফলে এমন একটা প্রদর্শনী পর্যটক টানতেও সাহায্য করবে।