সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৬, ২০১৯

গয়না এবং পর্যটন শিল্পে বাংলার সঙ্গে যৌথভাবে কাজে আগ্রহী ইতালি

৩৫টি দেশের বাণিজ্য প্রতিনিধিদের উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠিত হল পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ইতালি থেকে আগত বাণিজ্য প্রতিনিধি দল বাংলার হস্তনির্মিত গয়না শিল্পে আগ্রহ দেখিয়েছে।

ইতালির বিখ্যাত গয়নার ব্র্যান্ড ইলটারির বিপণন প্রধান ফ্লোরিনা মেরিনো বলেন, ইতালি ও বাংলার হস্তনির্মিত গয়নায় অনেক সাদৃশ্য আছে এবং উভয়েরই সারা পৃথিবীতে বিপুল চাহিদা আছে। তিনি আরও বলেন, তাঁর সংস্থা হস্তনির্মিত গয়না শিল্প নিয়ে এরাজ্যে কাজ করতে আগ্রহী।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিলান সফরে বাণিজ্য সংক্রান্ত একগুচ্ছ আলোচনা হয় ইতালির বিভিন্ন প্রদেশের প্রতিনিধিদের সঙ্গে। এই আলোচনা থেকে বাণিজ্যের নতুন সম্ভাবনা এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচিত হয়।

২০১৯ সালের বাণিজ্য সম্মেলনে ১৯ সদস্যের ইতালীয় প্রতিনিধি দল ডেয়ারি পণ্য, প্লাস্টিক, বাণিজ্য পরিষেবা, ফ্রেট ফরোয়ার্ডিং, নির্মাণ শিল্পের কাঁচামাল, নির্মাণ ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে।

ফাইল চিত্র