October 6, 2017
IT infrastructure in Bengal has come a long way

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the information technology (IT) infrastructure in Bengal has improved a lot. Thus, the Trinamool Congress Government has also ensured a lot of employment opportunities.
A crucial aspect of IT infrastructure is the creation of IT parks, where companies are clustered together to enable locational, functional and strategic advantages.
In recent times, 12 more IT parks have been added, notching the total up to 16. The 12 new ones are located in Rajarhat, Durgapur (Phase 2), Asansol, Purulia, Barjora, Siliguri (Phase 2), Kharagpur, Kalyani, Howrah, Haldia, Taratala (in Kolkata) and Bolpur.
There is space to house numerous companies in these parks. Many applications have been received by the State Government in this regard, and processing is being done.
Information for booking space at the IT parks can be had the following ways:
WhatsApp: +91 9830333943
Email: itpark@webel-india.com
Visit for online booking: www.webel-india.com
The government is also creating a lot of opportunities for startups, through funding and enabling the providing of expertise by people who are experts in their fields.
IT major Infosys has announced recently that it is going to invest Rs 100 crore to set up an office in Rajarhat, which would employ 1,000 people.
Regarding IT, it should be mentioned that Bengal is one of the leaders in India in terms of implementing IT in the functioning of the administration, and the state has been awarded by the Central Government for its superior performance.
Various departments and schemes have mobile apps for customer interaction. All departments and schemes have websites of their own, which are regularly updated.
Many of the schemes are now completely IT-enabled, including the internationally-accredited Kanyashree Scheme, and the functioning of panchayat system is completely IT-enabled, which has been specially recognised by the World Bank.
বাংলার তথ্য প্রযুক্তি পরিকাঠামো এখন উন্নততর
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় রাজ্যের তথ্য প্রযুক্তি পরিকাঠামো এখন উন্নততর। এর ফলে সরকার দিতে পেরেছে অনেক কর্মসংস্থান।এই পরিকাঠামো উন্নয়নের একটি উল্লেখযোগ্য ভাগ হল তথ্য প্রযুক্তি পার্ক তৈরি যেখানে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি একত্রে এসে একে ওপরের থেকে নানারকম সহায়তা নিতে পারবে।
ইতিমধ্যে ১২টি তথ্য প্রযুক্তি পার্ক সংযুক্ত করা হয়েছে, সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়ালো ১৬। এই ১২টি পার্ক আছে রাজারহাট, দুর্গাপুর (ফেস – ২), আসানসোল, পুরুলিয়া, বড়জোড়া, শিলিগুড়ি (ফেস – ২), খড়গপুর, কল্যাণী, হাওড়া, হলদিয়া, তারাতলা (কলকাতায়) এবং বোলপুরে।
এই পার্কগুলিতে প্রচুর কোম্পানি আছে। রাজ্য সরকার এখান থেকে প্রচুর অ্যাপলিকেশন পেয়েছে যা এই পার্কগুলিতে তৈরি হয়েছে।এই তথ্য প্রযুক্তি পার্কগুলিতে বুকিং-এর ব্যপারে জানতে হলে নিম্নলিখিত পদ্ধতিতে যোগাযোগ করা যাবে।
হোয়াটস অ্যাপ- +৯১ ৯৮৩০৩৩৩৯৪৩
ই-মেল- itpark@webel-india.com
অনলাইনে বুক করতে হলে, যেতে হবে এই ওয়েবসাইটে- www.webel-india.com
স্টার্ট-আপেও অনেক সহায়তা করছে রাজ্য সরকার, ঋণের বন্দোবস্ত করার পাশাপাশি ব্যবসার বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের থেকে সবরকম অভিজ্ঞতা জানার ব্যবস্থাও করছে।তথ্য প্রযুক্তির বৃহৎ কোম্পানি ইনফোসিস জানিয়েছে শীঘ্রই তারা ১০০ কোটি টাকা লগ্নি করবে রাজারহাটে, যেখানে কর্মসংস্থান হবে প্রায় ১০০০ লোকের।
প্রশাসনিক কাজে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে অন্যতম অগ্রণী। এর জন্য কেন্দ্রীয় সরকারের পুরস্কারও পেয়েছে রাজ্য।
রাজ্যবাসীর সুবিধার্থে রাজ্য সরকারের অনেক দপ্তরের অনেক পরিষেবাকে পৌঁছে দেওয়া হচ্ছে অ্যাপের মাধ্যমে। প্রতিটি দপ্তরের রয়েছে নিজস্ব ওয়েবসাইট, যা নিয়মিত আপডেট করা হয়।রাজ্যবাসীর অনেক প্রকল্প এখন পুরোপুরি তথ্য প্রযুক্তি নির্ভর, এমনকি বিশ্বজয়ী কন্যাশ্রীও। এখন পঞ্চায়েত পরিচালনাও হয় সম্পূর্ণ তথ্য প্রযুক্তি নির্ভর করে। এই বিষয়টির জন্য বিশ্ব ব্যাঙ্কের বিশেষ স্বীকৃতি পেয়েছে রাজ্য।
Source: Millennium Post