January 27, 2017
Isolate those who are trying to disturb the peace in Bengal: Mamata Banerjee

Those damaging public property will have to pay compensation from now, Chief Minister Mamata Banerjee announced today.
She was speaking at the Khadya Sathi Dibas function at Red Road, Kolkata. She said a Bill regarding this will soon be placed in the State Assembly.
The CM said: “Some parties are trying to incite violence and riots. Bengal will not tolerate their motives”. She appealed to the people not to “pay heed to the misinformation and rumour-mongering of some political parties.”
She also asked people to “ignore and isolate the destructive elements who are trying to disturb the peace in the State”. She also appealed to the people not to take law into their own hands. “The government is with you,” the Chief Minister added.
উদ্ভ্রান্ত, উশৃঙ্খল লোকেদের প্ররোচনায় পা দেবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়
যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, আজ একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খাদ্যসাথী দিবস উপলক্ষে রেড রোডে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য সরকার এই সংক্রান্ত বিল আনবে।
তিনি বলেন, “কিছু কিছু রাজনৈতিক দল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলা এসব বরদাস্ত করবে না”। কোনরকম প্ররোচনায় পা না দেওয়ারও আবেদন জানান মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, “যারা বাংলার শান্তি নষ্ট করতে চাইছে তাদের ইগনোর করুন, আইসোলেট করুন। কোন রকম সমস্যায় পড়লে সরকার মানুষের পাশে আছে, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না”।