সাম্প্রতিক খবর

অগাস্ট ২৭, ২০১৯

৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে অনশনের নেতৃত্বে আইএনটিটিইউসি

৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে অনশনের নেতৃত্বে আইএনটিটিইউসি

১৬ই আগস্ট দুপুর ১২টা থেকে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্বে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের ৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে অনশন শুরু হয়।

 

এই অনশনের নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক সংগঠনের নেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ দোলা সেন। আইএনটিটিইউসি কর্মী ছাড়াও বিএসএনএলের অস্থায়ী কর্মী যে সংস্থাকেও বিলগ্নীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অনশনে অংশ নিয়েছে। এই কর্মীরা গত আট মাস ধরে বেতন পাচ্ছে না।

অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্থার কর্মী এবং অন্যান্য শ্রমিক সংগঠনের সমর্থকরা রোজ অনশন মঞ্চে আসছেন এই প্রতিবাদকে সমর্থন করে।আইএনটিটিইউসির প্রবীণ নেতৃত্ব আজ এই অনশন মঞ্চে উপস্থিত হয়ে সকল অনশনকারীকে সহমর্মিতা প্রদর্শন করেন।

দল সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিবাদী মঞ্চ থেকে তারা দিদিকে বলো কর্মসুচীর প্রচারও চালাবে।এই বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে দোলা সেন সংবাদমাধ্যমে বিবৃতি দেন।তিনি বলেন, দলের নির্দেশ মেনে আজ তিনি ঐ অনশন মঞ্চে উপস্থিত ছিলেন দিদিকে বলো কর্মসূচীর প্রচার করতে। এই কর্মসূচী ইতিমধ্যেই মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। রাজনৈতিক দল নির্বিশেষে সারা বাংলার সকল শ্রমিককে তিনি তাদের সমস্যার কথা দিদিকে বলোতে ফোন করে জানাতে বলেন।তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে কেন্দ্রীয় সরকার ৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অনেকগুলি সংস্থাই লাভজনক সংস্থা যার মধ্যে অনেকগুলি বাংলার।তিনি এও বলেন, অন্যান্য শ্রমিক সংগঠনের মত আইএনটিটিইউসি কাজকর্ম স্তব্ধ করে দেওয়ায় বিশ্বাসী নয়। তিনি এও বলেন, তৃণমূল সরকারের আমলে কোনও বনধ হয়নি রাজ্যে। বিএসএনএল কর্মীরা (অনশনরতরা ছাড়া) ও অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মীরা (অন্যান্য দলের ট্রেড ইউনিয়নের কর্মীরাও) কেউ কাজ বন্ধ না করে এই প্রতিবাদের সমর্থন করেছে।তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লিখে অনুরোধ করেছেন এই বিলগ্নীকরন না করতে কিন্তু এখনও পর্যন্ত কোনও আশাজনক উত্তর মেলেনি প্রধানমন্ত্রীর তরফে। তিনি এও বলেন, ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ যেখানে জেশপ এবং ডানলপকে তিনি কেন্দ্রকে অধিগ্রহণ করে লাভের মুখ দেখানোর অনুরোধ করেন সেখানেও বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে সম্মতি দেয়নি।শেষে তিনি বলেন, যতদিন পর্যন্ত না কেন্দ্র প্রতিরক্ষা, বিএসএনএল ও অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করে, ততদিন আইএনটিটিইউসির প্রতিবাদ চলবে।