সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৩, ২০১৯

৪২টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরনের প্রতিবাদে আইএনটিটিইউসির অনশন অবস্থান

৪২টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরনের প্রতিবাদে আইএনটিটিইউসির অনশন অবস্থান

গত ১৬ই আগস্ট বেলা ১২টা থেকে ৪২টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরনের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অনশন অবস্থান শুরু হয়েছে।কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি নেত্রী দোলা সেনের নেতৃত্বে এই অনশন অবস্থান শুরু করেছে বিএসএনএলের অস্থায়ী কর্মীরা। বিলগ্নীকরনের সিদ্ধান্তের প্রতিবাদের পাশাপাশি তাদের সাত মাসের বকেয়া বেতনের দাবীতে তারা এই অনশন অবস্থান করছে।অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্থার কর্মী এবং অন্যান্য শ্রমিক সংগঠনের সমর্থকরা রোজ অনশন মঞ্চে আসছেন এই প্রতিবাদকে সমর্থন করে।আইএনটিটিইউসির প্রবীণ নেতৃত্ব আজ এই অনশন মঞ্চে উপস্থিত হয়ে সকল অনশনকারীকে সহমর্মিতা প্রদর্শন করেন।

অনশন অবস্থানের কিছু ফটোঃ