Latest News

January 25, 2017

International Kolkata Book Fair 2017 inaugurated

International Kolkata Book Fair 2017 inaugurated

The International Kolkata Book Fair, the largest attended Book Fair in the world, is being held at Milan Mela, Kolkata, from January 25th, 2017 – February 5th, 2017, supported by the West Bengal Government.

The Focal Theme being Costa Rica this year, eminent Costa Rican litterateur Roxana Pinto López inaugurated this year’s edition.

With an average record footfall of 2.5 million year on year, International Kolkata Book fair is truly International in the sense of the term, as book lovers, authors, and publishers from across the globe look forward to participate, present, and share their literary skills with each other and any and everyone who is a patron of embellished letters.

 

শুরু হল ৪১তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা

বইপ্রেমী বাঙ্গালির সারা বছরের অন্যতম মুখ্য আকর্ষণ বইমেলা। আজ থেকে মিলন মেলা প্রাঙ্গনে শুরু হল ৪১তম কলকাতা পুস্তক মেলা।

অন্যান্য বছরের মতো এবছরও বেশ কিছু পুস্তকের ভাণ্ডার নিয়ে পাঠকদের কাছে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। নোটবাতিলের ফলে মানুষের চরম দুর্গতির বিরুদ্ধে তিনি লিখেছেন “Note কথা’, ২০০৬ থেকে চলতে থাকা সিঙ্গুর আন্দোলন থেকে ৩১শে আগস্ট ঐতিহাসিক সিঙ্গুর রায়ের কথা লিখেছেন তার লেখা “সিঙ্গুর জয়ী” বইটিতে। কুতসার বিরুদ্ধে মানুষের রায়ে দ্বিতীয়বার সরকার গঠনের কথা আছে তার “মানুষের জয় ২০১৬” বইটিতে, সঙ্গে থাকছে একগুচ্ছ কবিতা সম্বলিত “ব্যাক্তিত্ব” নামক বইটি। এছাড়া আরও দুটি কবিতার বই প্রকাশিত হবে ‘নামাঞ্জলি- ২’ এবং ‘খুশবু’ (উর্দু ভাষার)।

এবারের বইমেলার থিম ‘কোস্তারিকা’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কোস্তারিকান সাহিত্যিক রোক্সানা পিন্তো লোপেজ। মেলা চলবে আগামী ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত।