সাম্প্রতিক খবর

অগাস্ট ২৩, ২০১৮

বাংলায় লগ্নি করতে আগ্রহী আইকিয়া, উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র

বাংলায় লগ্নি করতে আগ্রহী আইকিয়া, উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র

সুইডেনের বহুজাতিক সংস্থা আইকিয়া বাংলা থেকে প্রাকৃতিক তন্তু ও বাঁশ জাতীয় জিনিষ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে উপকৃত হতে পারে বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র। চলতি আর্থিক বছরে প্রায় ২০০০ কোটি টাকা লগ্নি করতে চায় এই সংস্থা, যার একটি বড় অংশ পেতে পারে বাংলা।

আইকিয়া গোষ্ঠীর প্রতিনিধিরা সদয় অনুষ্ঠিত রাজ্য ক্ষুদ্র শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সেখানেই তারা এই আগ্রহ প্রকাশ করেন।

রাজ্যের অর্থমন্ত্রী, ডঃ অমিত মিত্র জানিয়েছেন যে এবারের ক্ষুদ্র শিল্প সম্মেলনে বিদেশ থেকেও বিপুল পরিমানে অর্ডার এসেছে।

উল্লেখ্য, এবার গ্রামীণ উদ্যোক্তা হাব নিবন্ধীকরণের সার্টিফিকেট তিনজন ক্ষুদ্র ও মাঝারি শিল্প লগ্নীকারীকে দেওয়া হয়েছে এবং আগামিদিনে তা আরও ৩০০ জনকে দেওয়া হবে। এ ছাড়াও, সম্মেলনের নানা বৈঠকে এবার ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর নানা উপায় নিয়ে আলোচনা হয়েছে।