নভেম্বর ৬, ২০১৯
এই বাংলাতে জন্মে আমরা গর্ববোধ করিঃ দিদি

প্রতি বছরের মত এবছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন শুরু করেছেন গত সপ্তাহেই। আজ তিনি যান চন্দননগরে। সেখানে গিয়ে তিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন।
তিনি বলেন, মা দুর্গার আরেকটি রুপ জগদ্ধাত্রী মা। জগদ্ধাত্রী মায়ের আগমনে চন্দননগর আজ আলোকিত, চন্দননগরের শিল্পীরা আলোর সম্রাট। সারা বাংলার লোকেরা চন্দননগরের আলোকে অনুকরণ করে। এজন্য আমরা আলোর হাব করেছি। চন্দননগর সহ সারা বাংলার সব পুজো কমিটিগুলোকে ধন্যবাদ ও অভিনন্দন। আমরা সব পুজো পার্বন অন্তর দিয়ে পালন করি।
তিনি আরও বলেন, বাংলা সর্ব ধর্ম সমন্বয়ের বাণী শোনায় সারা বিশ্বকে। এখানকার পুজোর কার্নিভ্যালের দেখে আমরা কলকাতায় দুর্গাপুজো কার্নিভ্যাল চালু করেছি। চন্দননগরে আরও শৃঙ্খলাবদ্ধভাবে কার্নিভ্যাল করতে হবে। আমি চাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কার্নিভ্যাল কলকাতার দুর্গা পুজো কার্নিভ্যালের মতোই বিশ্বসেরা হোক।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলা আমাদের মাতৃভূমি। এই বাংলাতে জন্মে আমরা গর্ববোধ করি। বাংলা শুভ চিন্তাধারা জাগ্রত বিবেকের সৃষ্টি করে। সবাইকে সব সময় শুভ চিন্তা করতে হবে। মনে রাখবেন, ঘরের মায়ের পায়ে নমস্কার করে কাজ শুরু করলে কাজটা সফল হয়। তাই ঘরের মা-ই সব চেয়ে বড় মা। সকলে খুব ভালো থাকুন, খুব শান্তিতে থাকুন।