September 8, 2017
I do not work for any particular community: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday said she believed in taking care of all the communities.
“Many say Mamata Banerjee is appeasing the minority community.We have Christians, Jains, Buddhists, Sikhs and several other communities in West Bengal. I do not work for any particular community. When I am in the chair (of CM), I have to take care of all,” the Bengal Chief Minister said at a programme here.
Referring to certain incidents in BJP-ruled states, she also urged the media to play an “impartial” role. Alleging that the media was mum on the swine flu deaths in Gujarat, she said, “Not only in Gujarat, but even in other BJP-ruled states, the media remains silent. But whenever there is a small matter in West Bengal, it starts creating a hue and cry.”
আমার কাছে সবাই সমানঃ মুখ্যমন্ত্রী
“আমার কাছে সব সম্প্রদায়ের মানুষ সমান। আমার কাছে বুদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান— সব সম্প্রদায়ের মানুষই সমান। আমি কোনও মন্দিরে ঢুকে দাঙ্গা লাগানোর মতো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করি না। আমার কাছে সবাই সমান। সংবাদমাধ্যমকে নিরপেক্ষ হতে হবে। এখানে গরিব, বড়লোক কোনও ভেদাভেদ নেই। সবাই সমান।” বুধবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন।
তাঁর বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যা–ই হোক না কেন, সংবাদমাধ্যমগুলি চুপ করে থাকে। চার–পাঁচ মাসে গুজরাটে চারশো থেকে পাঁচশো মানুষ মারা গেছেন। কিন্তু কোনও সংবাদপত্রই এটাকে নিয়ে হইচই করেনি। অথচ বাংলায় কিছু একটা হলেই সব সংবাদমাধ্যমই সোচ্চার হয়ে ওঠে।
মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে অক্সিজেন দিতে পারেনি বলে কত শিশু মারা গেল! এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। পরিকাঠামো তো সরকারকে দেখতে হবে! উত্তরপ্রদেশের সরকার যখন শিশুদের জন্য অক্সিজেনের ব্যবস্থাই করতে পারে না, তখন তাঁদের বড় বড় কথা বলার কোনও যোগ্যতা নেই।
তিনি বলেন, এ রাজ্যে সবার জন্যই ব্যবস্থা নিতে হয়। নেতিবাচক আচরণ করার কোনও জায়গা নেই। এ রাজ্যে দাঙ্গা লাগাতে প্ররোচনা দেওয়ার জন্য তিনজনকে হাতেনাতে ধরা হয়েছে। নাম না করে বিজেপি–র কড়া সমালোচনা করে তিনি বলেন, মানুষে মানুষে ভাগ করে অস্থিরতা তৈরি করাই তাঁদের উদ্দেশ্য।
Source: Aajkal