ফেব্রুয়ারি ৩, ২০১৯
বাংলায় ওয়ো খুলবে সেন্টার অফ এক্সসেলেন্স
আতিথেয়তা শিল্পের এক জনপ্রিয় নাম ‘ওয়ো রুম’ বাংলায় একটি উৎকর্ষ কেন্দ্র গড়তে চলেছে। ‘ওয়ো রুম’ এর ওয়েবসাইটের মাধ্যমে ভাল হোটেলগুলিতে কম দামে ঘর ভাড়া করা যায়।
ওয়ো সংস্থার আধিকারিকরা জানিয়েছেন তারা প্রতি মাসে বিশ্বব্যাপী ২৬টি কেন্দ্রে ৩৫০০জনকে প্রশিক্ষণ দেন।
রাজ্য পর্যটন দপ্তর ও সিআইআই আয়োজিত ডেস্টিনেশন ইস্ট ২০১৯ সম্মেলনে তাদের নতুন উদ্যোগের কথা জানান ওয়ো সংস্থার সিইও। এই উৎকর্ষ কেন্দ্রটির নাম ওয়ো স্কিল ইন্সটিটিউট। বাংলায় তাদের ব্যবসা আরও বাড়াতে এই কেন্দ্র এই বছরের মধ্যেই কাজ করতে শুরু করবে।
সংস্থার সিইও আরও বলেন, রাজ্য সরকার এই বিষয়ে ওয়ো-কে সবরকম সহযোগিতা করছে। এছাড়া, রাজ্যের শিল্প নীতি অনুযায়ী জমি খুঁজতেও সাহায্য করবে রাজ্য সরকার।
ডিজিটাল অ্যারাইভাল ও ডিপারচার রেজিস্টার এর মাধ্যমে রাজ্যকে রিয়েল টাইম ডিজিটাল তথ্যভান্ডার তৈরী করতে সাহায্য করতেও আগ্রহী এই সংস্থা।। এই ডিজিটাল পদ্ধতিতে রাজ্যে আগত পর্যটকের হিসেব রাখতেও সুবিধা হবে।1