সাম্প্রতিক খবর

জুলাই ২০, ২০১৯

বাংলার গ্রামোন্নয়নে বিশ্বব্যাঙ্কের সাহায্য ৩৫০ কোটি

বাংলার গ্রামোন্নয়নে বিশ্বব্যাঙ্কের সাহায্য ৩৫০ কোটি

প্রতিটি গ্রামের পরিকাঠামোর আরও উন্নয়ন করতে রাজ্যকে ৩৫০ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। এই টাকায় গ্রাম পঞ্চায়েত ভবনে মহিলাদের শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা করা হবে। এছাড়া এই অর্থ দিয়ে গ্রামের রাস্তা, কালভার্ট, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ, শৌচাগার তৈরীর মতো কাজ করা হবে।

গ্রাম পঞ্চায়েত সশক্তিকরণের জন্য বিশ্ব ব্যাঙ্ক টাকা দিয়ে থাকে। অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে এই প্রকল্পে ভাল কাজ হয়েছে। ২০১৭ সাল থেকেই বিশ্ব ব্যাঙ্ক এই টাকা দিয়ে আসছে। ২ দফায় ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই দিয়েছে। সেই টাকায় ঠিকমতো কাজ হওয়ায় বিশ্ব ব্যাঙ্ক খুশী। তাই তৃতীয় দফায় ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর আগেই বিশ্ব ব্যাঙ্কের টাকায় গ্রাম পঞ্চায়েতে বাড়ি তৈরী করা হয়েছে। বসানো হয়েছে কম্পিউটার। পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে এই অর্থ খরচ হবে। 

চলতি মাসেই পঞ্চায়েত দপ্তরের হাতে এই অর্থ চলে আসবে। তারপরই সব গ্রাম পঞ্চায়েত থেকে কী কী ধরনের কাজ হবে তার রূপরেখা চেয়ে পাঠানো হবে। 

 

সৌজন্যেঃ আজকাল