নভেম্বর ২৬, ২০১৯
মধ্যরাত্রে স্বাধীনতার কথা শুনেছি, মধ্যরাত্রে সরকার গঠন দেখিনি: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছিল রাজ্য সরকার। অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়ায় রাজ্যপালের পদের অপব্যবহার প্রসঙ্গে মুখ খোলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা মধ্যরাত্রে স্বাধীনতার কথা শুনেছি, কিন্তু মধ্যরাত্রে সরকার কোনওদিন দেখিনি। কেউ এই বিষয়ে জানত না। এই ঘটনা গণতন্ত্রের গরিমা নষ্ট করে দিয়েছে। সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন আসছে কি দরকার ছিল মধ্যরাত্রে চুপি চুপি সরকার গড়ার? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, ভালো কথা। কিন্তু ওনার শপথ নেওয়া উচিত হয়নি।”
তিনি আরও বলেন, “সংবিধান সবার ওপরে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্রীয় সরকার যেমন নির্বাচিত, রাজ্য সরকারও নির্বাচিত। রাজ্য সরকারের বিকল্প কোনও ব্যাক্তি হতে পারে না। একজন রাজ্যপালের সংবিধান মেনে চলা উচিত। এখন আর সেটা হয় না।”
মুখ্যমন্ত্রী বলেন, “সংবিধান হল ভারতের রক্ষাকবচ। এটা নিয়ে যথেচ্ছাচার করা যায় না। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার জনগণের দ্বারা নির্বাচিত, কিন্তু রাজ্যপাল তা নয়। তার কাজ সংবিধানকে রক্ষা করা, কেন্দ্রীয় সরকারের কথায় চলা নয়।”