May 21, 2017
Happy that we will have a representative from Hills: Mamata Banerjee on RS election

All India Trinamool Congress Chairperson Mamata Banerjee today announced the names of five candidates for the forthcoming Rajya Sabha elections.
The five candidates are Derek O’Brien, Sukhendu Sekhar Roy, Dola Sen, Dr Manas Bhunia and Shanta Chhetri (from Kurseong in Darjeeling district).
Speaking to media, Mamata Banerjee said that the party will later decide whether to field a candidate for the sixth seat from Bengal.
She said, “I am very happy that there is now a representative from the Hills as well. People always exploit the Hills but don’t give anything in return. I am happy that I have been able to give back something to the Hills”.
She also said that this was a “very good team”.
আমি খুব খুশি যে পাহাড় থেকেও আমাদের প্রতিনিধি রাজ্যসভায় যাচ্ছেন: মমতা বন্দ্যোপাধ্যায়
আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় ৫জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এঁরা হলেন, ডেরেক ও’ব্রায়েন ,সুখেন্দু শেখর রায়, দোলা সেন, ডঃ মানাস ভূঁইয়া এবং কার্শীয়াঙের শান্তা ছেত্রী।
একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি খুব খুশি যে পাহাড় থেকেও আমাদের প্রতিনিধি রাজ্যসভায় যাচ্ছেন। আমি দেখেছি যে মানুষ সবসময় পাহাড়কে exploit করে কিন্তু কিছু ফেরত দেয় না। আমি খুশি যে, আমি পাহাড় কে কিছু দিতে সক্ষম হয়েছি।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যসভার ৬টা সিটে ইলেকশন হচ্ছে। আজ ৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা আর এক ক্যান্ডিডেটের নাম পরে বলব কিনা ঠিক করব।”
তিনি আরও বলেন, এটা খুব ভালো টিম হয়েছে।